বইয়ের বর্ণনাঃ পৃথিবীর সৃষ্টির সূচনালগ্ন থেকেই সত্য-মিথ্যার লড়াই আবহমান ।সত্য-মিথ্যার লড়াই চলতে থাকবে ততদিন পর্যন্ত, যতদিন না সত্য থেকে মিথ্যার ধুম্রজাল বিচ্ছিন্ন হয়।আর সেজন্য বিশ্ব মানবতার মুক্তির দূত রাসুলে আরাবি(ﷺ)
এর কাছে কুরআনকে পাঠিয়েছেন আলোর মশাল হিসেবে।যেনো সেই আলোর মশাল,কুরআনের মাধ্যমে পথহারা অন্ধকার আচ্ছন্ন মানুষগুলো সঠিক আলোর দিশা পায়।
আল্লাহ তাআলা বলেন,
شَہۡرُ رَمَضَانَ الَّذِیۡۤ اُنۡزِلَ فِیۡہِ الۡقُرۡاٰنُ ہُدًی لِّلنَّاسِ
" রমজান মাসই হলো সেই মাস , যাতে নাযিল করা হয়েছে কুরআন , যা মানুষের জন্য হিদায়াত।"
উপরের আয়াতে আল্লাহ তাআলা এটা বলেননি, আমি কুরআন নাযিল করেছি মুসলিমদের জন্য।
বরং ওনি বলেছেন " হুদাল্লিন্নাছ" (ہُدًی لِّلنَّاسِ) অর্থাৎ সকল মানুষদের জন্য নাযিল করেছি। সেই অর্থে কুরআন হিন্দু , বৌদ্ধ, খ্রিষ্টান , ইহুদী, মুসলিম সকলেরই ধর্মীয়গ্রন্থ। আল্লাহ তাআলা আকাশ থেকে বৃষ্টি যেমন, শুধু মুসলিমদের জন্য আলাদা করে বর্ষণ করেন না বরং সবার জন্যই করেন। তেমনি কুরআনও কেবল মুসলিমদের জন্য নাযিল করেন নি , সকল মানুষদের জন্যই নাযিল করেছেন।
এখন কোনো অমুসলিম যদি জানেও, কুরআন তার প্রতিপালকের পক্ষ থেকে আসা গ্রন্থ। তাহলে সে কেনই বা বিশ্বাস করবে সে কথা ! তার সেই চিন্তাগুলোকে বিশ্বাসে রূপ দেয়ার জন্য কুরআন ও বিজ্ঞানের সংঘতি দেখিয়ে কুরআনের বিভিন্ন নিদর্শনগুলো উপন্যাসের মাধ্যমে তুলে ধরা হয়েছে। যাতে করে একজন বিবেকবান মানুষ সহজেই এটা মেনে নিতে পারে যে, কুরআন সত্যিকারঅর্থেই তার প্রতিপালকের পক্ষ থেকে আসা কিতাব।
আবুতুরাব আহমেদ তানভীর এর কুরআন এক এশী গ্রন্থ এখন পাচ্ছেন বইফেরীতে মাত্র 124.50 টাকায়। এছাড়া বইটির ইবুক ভার্শন পড়তে পারবেন বইফেরীতে। Quran ak Oishi Grontho by Abuturab Ahmed Tanveeris now available in boiferry for only 124.50 TK. You can also read the e-book version of this book in boiferry.