কুরআন সাধারণ কোনো গ্রন্থ নয়। কুরআন একটি জীবন্ত জীবন-বিধান। কুরআন মুমিনদের জন্য শিফা ও রাহমাহ। মুমিনের অন্তরের ব্যাধি থেকে শুরু করে জাগতিক সকল সমস্যার সমাধান দেয় কুরআন। তবে কুরআনের সমাধান পেতে হলে কুরআনকে ভালোভাবে বুঝতে হবে। কুরআন নিয়ে তাদাব্বুর করতে হবে। ডুব দিতে হবে কুরআনের গভীর থেকে গভীরে।
.
কুরআনের অর্থ অনুধাবন হৃদয়ে আল্লাহর প্রতি ভালোবাসা, অনুরাগ ও ভালোলাগা সৃষ্টি করে। কুরআন বোঝার মধ্য দিয়েই তৈরি হয় আত্মার পরিশুদ্ধি, হৃদয়ের পরিতৃপ্তি আর তাকদীরের ফায়সালার প্রতি সন্তুষ্টি। কুরআন বোঝার মধ্য দিয়েই অর্জিত হয় ইয়াক্বীন ও সুদৃঢ় বিশ্বাস, অর্জিত হয় আল্লাহর সাথে বান্দার সম্পর্ক ও দ্বীনি আত্মমর্যাদাবোধ, সৃষ্টি হয় আখিরাতের ফিকির এবং আল্লাহর কাছে পরিপূর্ণ প্রতিদান লাভের সজীব প্রত্যাশা। এ সবই অনেক বড় বড় একেকটি অর্জন।
.
‘কুরআন: জীবনের গাইডলাইন’ বইটিতে ড. ইয়াদ কুনাইবীর অনেকগুলো হৃদয়কাড়া আলোচনা স্থান পেয়েছে। এখানে রয়েছে মানুষের আত্মিক পরিশুদ্ধির বহুবিধ উপকরণ। সাহাবায়ে কেরাম রদিয়াল্লাহু আনহুম আল্লাহ-প্রেমের অমৃত-সুধা পান করে তাঁর শর্তহীন আনুগত্য ও কুরআনময় জীবন গঠনের যে উপমা পেশ করেছেন, তা অত্যন্ত প্রাঞ্জল ভাষায় ফুটে উঠেছে বক্ষ্যমাণ বইটিতে। পাশাপাশি মানবজীবনের বহুমুখী জাগতিক ও আত্মিক সমস্যার সমাধান রয়েছে পুরো বইটির পাতায় পাতায়।
Quaran Jiboner Guideline,Quaran Jiboner Guideline in boiferry,Quaran Jiboner Guideline buy online,Quaran Jiboner Guideline by Dr. Eyad Kunaibi,কুরআন জীবনের গাইডলাইন,কুরআন জীবনের গাইডলাইন বইফেরীতে,কুরআন জীবনের গাইডলাইন অনলাইনে কিনুন,ড. ইয়াদ কুনাইবী এর কুরআন জীবনের গাইডলাইন,Quaran Jiboner Guideline Ebook,Quaran Jiboner Guideline Ebook in BD,Quaran Jiboner Guideline Ebook in Dhaka,Quaran Jiboner Guideline Ebook in Bangladesh,Quaran Jiboner Guideline Ebook in boiferry,কুরআন জীবনের গাইডলাইন ইবুক,কুরআন জীবনের গাইডলাইন ইবুক বিডি,কুরআন জীবনের গাইডলাইন ইবুক ঢাকায়,কুরআন জীবনের গাইডলাইন ইবুক বাংলাদেশে
ড. ইয়াদ কুনাইবী এর কুরআন জীবনের গাইডলাইন এখন পাচ্ছেন বইফেরীতে মাত্র 133.60 টাকায়। এছাড়া বইটির ইবুক ভার্শন পড়তে পারবেন বইফেরীতে। Quaran Jiboner Guideline by Dr. Eyad Kunaibiis now available in boiferry for only 133.60 TK. You can also read the e-book version of this book in boiferry.
ক্রেতার পর্যালোচনা
1-1 থেকে 1 পর্যালোচনা
-
পর্যালোচনা লিখেছেন 'Ayesha Shiddika'
📓ফ্ল্যাপঃ
কুরআন সাধারণ কোন গ্রন্থ নয়। এটি একটি জীবন্ত জীবন বিধান। কুরআন মুমিনদের জন্য শিফা ও রাহমাহ।মুমিনের অন্তরে ব্যাধি থেকে শুরু করে জাগতিক সকল সমস্যার সমাধান দেয় কুরআন। তবে কুরআনি সমাধান পেতে হলে কুরআনকে ভালোভাবে বুঝতে হবে। কুরআন নিয়ে তাদাব্বুর করতে হবে। ডুব দিতে হবে কুরআনের গভীর থেকে গভীরে।
কুরআনের অর্থ অনুধাবন হৃদয়ে আল্লাহর প্রতি ভালোবাসা ও অনুরাগ সৃষ্টি করে। কুরআন বোঝার মধ্য দিয়েই তৈরি হয় আত্মার পরিশুদ্ধি, হৃদয়ের পরিতৃপ্তি আর তাকদীরের ফায়সালার প্রতি সন্তষ্টি। কুরআন বোঝার মধ্য দিয়েই অর্জিত হয় ইয়াক্বীন ও সুদৃঢ় বিশ্বাস, অর্জিত হয় আল্লাহর সাথে বান্দার সম্পর্ক ও দ্বীনি আত্মমর্যাদাবোধ, সৃষ্টি হয় আখিরাতের ফিকির এবং আল্লাহর কাছে পরিপূর্ণ প্রতিদান লাভের সজীব প্রত্যাশা।
📒পাঠসজ্জাঃ
কুরআন ও কুরআনের সাথে সম্পর্কিত সাহাবায়ে কেরাম রাদিআল্লাহু আনহুমের জীবনের নানান কর্মকাণ্ড নিয়ে ড. ইয়াদ কুনাইবীর হৃদয়কাড়া আলোচনার সমন্বয় ❝ কুরআন -জীবনের গাইডলাইন❞। মোট তেত্রিশটি অধ্যায় রয়েছে এ বইটিতে। প্রতিটি টপিকের রয়েছে চিত্তাকর্ষক শিরোনাম।
📕মূল্যায়নঃ
এ যেন সত্যিই জীবনের গাইডলাইন। আদ্যপ্রান্ত পড়ার পর কতক্ষণের জন্য হারিয়ে গিয়েছিলাম ভাবনার জগতে। প্রতিটি অধ্যায়ে দু'টো কিংবা একটি করে কুরআনের আয়াত দেওয়া এবং সেই আয়াত দিয়েই জীবনের নানান সমস্যা ও সমাধান বুঝিয়ে দিয়ে আলোচনা করা হয়েছে। আলোচনা গুলো এমন যেন পড়ে একজন নিজেকে শুদ্ধ করান জন্য উদ্বুদ্ধ হয়। প্রতিটি অধ্যায়ে ছিলো নতুন নতুন চমক। প্রতিটি অধ্যায় পড়ে শেষ করেছি আর ভেবেছি, আরে! সত্যিইতো এই কাহিনি মনে হচ্ছে আমার নিজের! যেন আলোচক নিজে আমার সব সমস্যার তালিকা জেনে নিয়ে সমাধান বাতলে দিচ্ছেন।
ড. ইয়াদ কুনাইবীর আলোচনা এবং অনুবাদক আব্দুল্লাহ ইবনে আব্দুল জলিলের ঝরঝরে অনুবাদে বইটি হয়ে উঠেছে সুখপাঠ্য। বোঝানোর ভাষাটা খুব সহজ সাবলীল ছিল। সত্যিই এমন বই খুব কমই হয়। আমার মতে এটা একটা মাস্টারপিস। সংক্ষিপ্ত চেহারার বইটির মাঝে রয়েছে গভীরভাবে ভাবার মতো কিছু কথা। শেষ অধ্যায় দু'টো পড়ে থ' বনে গিয়েছিলাম। সত্যি বলতে কিছু কিছু অংশ পড়ে লজ্জা পেয়েছি। কেমন ছিলের সাহাবায়ে কেরাম রাদিআল্লাহু আনহুম, আর আমি কেমন, আমরা কেমন?
📘পছন্দের কিছু অংশঃ
◾ আমরা লাঞ্চনার ৪টি কারণ পেলাম:
১.আল্লাহর আয়াত অস্বীকার করা
২.দায়ী ইলাল্লাহদের লাঞ্চিত করা এবং দাওয়াতের কাজ করতে যুলুমের শিকার হলে তাদের সাহায্য না করা।
৩.নাফরমানি।
৪. সীমালঙ্ঘন।
◾আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ‘প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদের উদাসীন করে রাখে।'( সূরা তাকাছুরঃ০১)
📔কথাটির মর্মার্থ কতটা গভীর! বিশেষত বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে এর বাস্তবতা কতটা ভয়াবহ! আমরা প্রতিযোগিতায় নেমে গেছি, কার লাইক সংখ্যা কত। কার পোস্টে কত শেয়ার। কার ফলোয়ার কত! এমনকি অবস্থা এমন হয়ে দাঁড়িয়েছে যে, ‘ হুম, আজকে কিছু একটা লিখতে হবে,যা-ই হোক লিখতে হবে। অমুকের পোস্টে এত হাজার লাইক পড়েছে, এত হাজার শেয়ার হয়েছে...'
June 28, 2022
লেখকের জীবনী
ড. ইয়াদ কুনাইবী (Dr. Eyad Kunaibi)
ড. ইয়াদ কুনাইবী