যখন আপনি অসম্ভবকে বাদ দেবেন, তখন যা কিছু অবশিষ্ট থাকে। তা যত অবিশ্বাস্যই হোক না কেন, সত্য হবেই— শার্লক হোমস সুডোকু, একটি মজার চ্যালেঞ্জিং ধাঁধা, যা বিশ্বজুড়ে মানুষকে আকর্ষণ করে। আমার সঙ্গে সুডোকুর পরিচয় ২০০৭-০৮ সালের দিকে। দৈনিক প্রথম আলোতে একটি সুডোকু প্রতিযোগিতায় মোবাইলফোনের মাধ্যমে চট্টগ্রাম থেকে সমাধান মিলিয়ে মেসেজ পাঠাতাম। এরপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির হলে সুডোকু চর্চার অনেক সুযোগ পাই।
মনে পড়ে, ২০০৯ সালের ২৫ এপ্রিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ২০২৪ নাম্বার রুমে ঢাকা বিশ্ববিদ্যালয় সুডোকু ক্লাব থেকে সুডোকু প্রতিযোগিতা আয়োজন করেছিলাম। আমরা প্রয়াত জাতীয় অধ্যাপক ড. জামিলুর রেজা চৌধুরী স্যারের কথা জানি, তিনি প্রতিদিন সুডোকু মেলাতেন। তিনি আমাদের সুডোকু সম্পর্কে আরও জানতে উৎসাহিত করেছিলেন। সুডোকু শুধু একটি ধাঁধা নয়, এটি একটি মস্তিষ্কের ব্যায়াম। সুডোকু সমাধান করলে মস্তিষ্কের সৃজনশীলতা, যুক্তি-বিশ্লেষণ ক্ষমতা, মনোযোগ ও স্মৃতিশক্তি বৃদ্ধি পায়।
সুডোকু জনপ্রিয় করার ক্ষেত্রে বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির সাধারণ সম্পাদক মুনির হাসানের অবদান উল্লেখযোগ্য। তিনি সুডোকু নিয়ে বই লিখেছেন ও সুডোকু প্রতিযোগিতা আয়োজন করেন। প্রতিদিন সুডোক ১ বইটি সুডোকু নিয়ে আমার অভিজ্ঞতা থেকে লেখা। এই বইতে জে. ভারমাসেরেনের দ্য ডিফিকাল্ট সুডোকু বুক থেকে নানা কৌশল অনুসরণ করেছি। এছাড়াও সুডোকু বিশ্ব চ্যাম্পিয়ানশিপের বিভিন্ন নমুনা সুডোকু ব্যবহার করেছি।
আশা করছি বইটি সুডোকু শেখার জন্য সহায়ক হাতিয়ার হবে। এই বইতে নানাভাবে প্রচলিত সুডোকু মেলানোর বিভিন্ন নিয়ম ও কৌশল সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করেছি।
জাহিদ হোসাইন খান এর প্রতিদিন সুডোকু ১ এখন পাচ্ছেন বইফেরীতে মাত্র 188 টাকায়। এছাড়া বইটির ইবুক ভার্শন পড়তে পারবেন বইফেরীতে। Protidin Suduku-1 by Zahid Hossain Khanis now available in boiferry for only 188 TK. You can also read the e-book version of this book in boiferry.