হুলিয়া
আমি যখন বাড়িতে পৌছলাম তখন দুপুর,
চতুর্দিকে চিকচিক করছে রােদুর
আমার শরীরের ছায়া ঘুরতে ঘুরতে ছায়াহীন
একটি রেখায় এসে দাঁড়িয়েছে।
কেউ চিনতে পারেনি আমাকে,
ট্রেনে সিগারেট জ্বালাতে গিয়ে একজনের কাছ থেকে আগুন চেয়ে নিয়েছিলুম,
একজন মহকুমা স্টেশনে উঠেই আমাকে জাপটে ধরতে চেয়েছিলাে,
একজন পেছন থেকে কাঁধে হাত রেখে চিঙ্কার করে উঠেছিলাে ।
আমি সবাইকে মানুষের সমিল চেহারার কথা স্মরণ করিয়ে দিয়েছি।
কেউ চিনতে পারেনি আমাকে, একজন রাজনৈতিক নেতা
তিনি কমিউনিস্ট ছিলেন, মুখােমুখি বসে দূর থেকে
বারবার চেয়ে দেখলেন, কিন্তু চিনতে পারলেন না।
বারহাট্টায় নেমেই রফিজের স্টলে চা খেয়েছি,
অথচ কী আশ্চর্য, পুনর্বার চিনি দিতে এসেও
রফিজ আমাকে চিনলাে না।
দীর্ঘ পাঁচ বছর পর পরিবর্তনহীন গ্রামে ফিরছি আমি।
সেই একই ভাঙা পথ,
একই কালােমাটির আল ধরে গ্রামে ফেরা,
আমি কত দিন পর গ্রামে ফিরছি।
আমি যখন গ্রামে পৌছলুম তখন দুপুর,
আমার চতুর্দিকে চিকচিক করছে রােদ,
শোঁ শোঁ করছে হাওয়া।
অনেক বদলে গেছে বাড়িটা
নির্মলেন্দু গুণ এর প্রথম দুই: প্রেমাংশুর রক্ত চাই, না প্রেমিক না বিপ্লবী এখন পাচ্ছেন বইফেরীতে মাত্র 192.50 টাকায়। এছাড়া বইটির ইবুক ভার্শন পড়তে পারবেন বইফেরীতে। Prothom Dui Premangsur Rokto Chai Na Premik Na Biplobi by Nirmolendu Goonis now available in boiferry for only 192.50 TK. You can also read the e-book version of this book in boiferry.