#ফ্ল্যাপ:
জীবনের বহমান ধারায়, আমাদের হৃদয়ের গহীনে বসবাস করা ভালবাসার মানুষটিকে অনেক সময় আমরা অসময়েই হারিয়ে ফেলি। হয়তো সে ওপারে চলে যায় নয়তো পরিস্থিতির কারণে সম্পর্কের বাঁধনে চিঁড় ধরে। হেতু যাই হোক। দূরে সরে যাওয়া প্রিয় প্রিতমদের আমরা সুনিপুণভাবে কখনোই ভুলতে পারি না। তারা আমাদের অনুভবে বসবাস করে সর্বদা।
স্বাধীনদেশে রাজাকাররা মুক্তিযোদ্ধা সেজে যখন মঞ্চ কাঁপায়, তখন নিজেদের আড়াল করে রাখা যুদ্ধশিশুদের এবং তাদের পরিবারের বহু সদস্যদের অন্তরে প্রতিশোধের অনল জ্বলে ওঠে।
জৌলুশহীন রূপের জন্য যুগে যুগে বহু নারী লাঞ্চিত হয়ে আসছে। অনুরূপভাবে রূপের লালিত্যের কারণে বহু কথা শুনতে হয় নারীদের। অর্থাৎ যুগ বদালালেও কিছু ক্ষেত্রে নারীর প্রতি দৃষ্টিভঙ্গি বদলায়নি এখনো। অথচ নারী তার কাছের মানুষদের জন্য সব সুখ বিসর্জন দিতে প্রস্তুত থাকে সবসময়। এমন পরিস্থিতিও আসে নারী তার ভালবাসার মানুষের জন্য মাতৃত্ব বিসর্জন দিতে পিছপা হয় না।
জীবনের এমন গুরুত্বপূর্ণ কিছু কিছু অংশকে, একটি মালায় গাঁথার প্রয়াস এই উপন্যাস৷
সোনিয়া কবির এর প্রিতমেরা ছায়া হয়ে রয় এখন পাচ্ছেন বইফেরীতে মাত্র 440.00 টাকায়। এছাড়া বইটির ইবুক ভার্শন পড়তে পারবেন বইফেরীতে। Pritomera Chaya Hoye Roy by Soniya Kobiris now available in boiferry for only 440.00 TK. You can also read the e-book version of this book in boiferry.