"অতলান্তে তুমি ঝরে যেও না বৃষ্টির মতো"
বর্তমান কালখণ্ডের কবি অনন্যা জান্নতের এটি তৃতীয় কাব্যগ্রন্থ। তাঁর আগের দুটি কাব্যগ্রন্থ আছে,
২০২০ এ প্রকাশিত "প্রণয়ের আটপৌরে অসুখ" এবং
২০২২ এর গ্রন্থমেলাতে প্রকাশিত "নাকফুলে আদিম ঘ্রাণ"।
তিনি ২০১৭ সালে কবিতার জগতে এসে নিজস্ব কাব্যভাষা গড়ে ফেলতে পেরেছেন কেননা উপলব্ধি করেছেন জীবন স্বাভাবিকভাবেই ন্যায্য নয়;
সংগ্রাম, কষ্ট এবং ক্ষতির সময়কাল অনিবার্য।
অনন্যা জান্নাত স্বীকার করছেন, “আমার ভেতর যে বিষবাষ্প, ভালোবাসার তুলকালাম ঘূর্ণি, জলোচ্ছ্বাস তা হয়তো আর কোনোদিনই তোমাকে বলা হবে না।
বলা হবে না অপ্রকাশিত হৃদয়-ক্ষত, দীর্ঘশ্বাস।”
প্রেমে বিচ্ছেদ একটি শক্তিশালী আবেগ যা স্থায়ী ক্ষত রেখে যায় । অনন্যা জান্নাতের কবিতাগুলোয় বিচ্ছেদ এনেছে যন্ত্রণা এবং ক্রোধ ও অন্তর্দৃষ্টি
যা তিনি ক্ষতের আকারে কবিতার অবয়বে সেইভাবে বুনে দিয়েছেন যেমন আমরা পাই সিমাস হিনি,
ডিলান টমাস, অ্যানে সেক্সটন, ক্রিস্টিনা রসেটি প্রমুখের বেদনাদায়ক বিশ্বাসঘাতকতার প্রেমের কবিতায় ।
এই কাব্যগ্রন্হে অনন্যা জান্নাত বলছেন, “এতটা বিষাদ দিও না, এতটাও দিও না, যতটা বিষাদ পেলে মৃত্যুর জন্য আর কখনো কারো অপেক্ষা করা না লাগে।
সমস্ত বাঁধন খুলে, খুলে দিয়ে সমস্ত পিছুটান নিজেকেই নিজের পৌঁছতে হয় বিভীষিকাময় বিভৎস মৃত্যুর
সকরুণ নির্মম দুয়ারে।”
প্রেমিককে তিনি অনুরোধ করছেন,
“ফিরে এসো, ফিরে এসো, আমি এখনো তোমার অপেক্ষায়,উপেক্ষায়; চিবুকের নিচে জমেছে দেখো বিষাদের কী বিভীষিকাময় বিষাক্ত ঘনকালো ধোঁয়াটে নিরেট অন্ধকার।
আমি এখনো তোমার অপেক্ষায়; উপেক্ষায়, একবার ফিরলেই মিশে যাবো তোমাতে, মিশে যাব গভীর থেকে আরো গভীরতর আলিঙ্গনে।”
অনন্যা জান্নাত কিন্তু কেবল মনের কথা বলছেন না অতলান্তে তুমি ঝরে যেও না বৃষ্টির মতো কাব্যগ্রন্হে ;
তিনি বলছেন তাঁর সমগ্র জীবন নষ্ট হয়ে যাবার কথা ।
পাঠকের মননে তাঁর ব্যথাবেদনা সরাসরি পৌঁছে দেবার জন্য অনন্যা জান্নাত ছন্দ বর্জন করে গদ্য কবিতাকে
তাঁর অন্তরক্ষরণের বাহন করেছেন ।
অনন্যা জান্নাত কবিতায় গদ্যের লয় ব্যবহার করে নিজের বিষাদ ও মনোকষ্টকে পাঠকের মনোজগতে নিগূঢ় ধ্বনিদ্যোতনা সৃষ্টি করে পৌঁছে দিতে সফল হয়েছেন । অনন্যা জান্নাত, নিঃসন্দেহে, বর্তমান কালখণ্ডের একজন গুরুত্বপূর্ণ কবি।
অনন্যা জান্নাত এর অতলান্তে তুমি ঝরে যেও না বৃষ্টির মতো এখন পাচ্ছেন বইফেরীতে মাত্র 150.00 টাকায়। এছাড়া বইটির ইবুক ভার্শন পড়তে পারবেন বইফেরীতে। Otolante Tumi jhore Jeo Na Bristyr Moto by Ononna Jannatis now available in boiferry for only 150.00 TK. You can also read the e-book version of this book in boiferry.