আসলে আমারও একটা অভিধানের দরকার যেখানে খুঁজে পাবাে- আগুন ও পাঁজরের প্রয়াণসম্পর্ক কিভাবে আঁচের ভেতর ভস্ম হয় প্রাণের আধুলি আর বাঁচাও, বাঁচাও বলে চিৎকার করে নতলা থেকে লাফিয়ে পড়ে অগণিত মানুষ। যে কিশােরী নিশ্চিন্ত জীবন খুঁজে নিশ্চিন্তপুর গিয়েছিল, সে এখন ছাইদেশের বাসিন্দা। রাজশাহী থেকে যে বৃদ্ধ পিতা তার পুত্রকে খুঁজতে এসেছেন- সে পুত্র তার মাকে বলে এসেছিল ফিরে আসার সময় মায়ের জন্য নিয়ে আসবে ঢাকাইয়া শাড়ি। ওরা কেউই আজ আর নেই। ফায়ার ব্রিগেড পৌছার আগেই আশুলিয়ার আকাশের দিকে উড়ে গেছে অনেকগুলাে মানবনক্ষত্র। আর ওরা বলে গেছে... ‘এ দেশে রফতানিকারক বেনিয়ারাই জয়ী হবে। রাজনীতিক ভূমিদস্যুদের হাতেই দখল হয়ে যাবে ফায়ার এক্সিটের সর্বশেষ চিলেকোঠা। কেতাবি আইনের বই হাতে নিয়ে গালে হাত দিয়ে এজলাসে বসে থাকবেন মাননীয় বিচারক। কারণ একটি কালােফোনই দূর থেকে বলে দেবে এ দেশে নেপথ্য খুনিদের কোনাে দিনই বিচার হবে না।
ফকির ইলিয়াস এর অনির্বাচিত কবিতা এখন পাচ্ছেন বইফেরীতে মাত্র 120.00 টাকায়। এছাড়া বইটির ইবুক ভার্শন পড়তে পারবেন বইফেরীতে। Oonirbachito Kobita by Fakir Eliasis now available in boiferry for only 120.00 TK. You can also read the e-book version of this book in boiferry.