পবিত্র নাসিকা
হুযুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাসিকা মােবারক এত নুরানি এবং উজ্জ্বল ছিল যে, কোনাে দর্শক ভালােভাবে খেয়াল করে না দেখলে সাধারণত এরকমই দেখতে পেত যে, তার নালিকা মােবারক উন্নত; কিন্তু আসলে তা অতিরিক্ত উচু বা উন্নত ছিল না, বরং নূরের তাজাল্লির ফলে এরকম উঁচু মনে হতাে। অধিকন্তু এ দৃশ্যমান উচ্চতার মধ্যে শ্রেষ্ঠত্ব, মর্যাদা ও পরম নেবখতির দ্যুতি পরিস্ফুটিত হতাে।
পবিত্র মুখ
হুযুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ মােবারক সম্পর্কে হযরত জাবির রাযিয়াল্লাহু আনহু থেকে সহীহ মুসলিমে এরূপ বর্ণনা এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশস্ত মুখগহবরের অধিকারী ছিলেন। এরকম বর্ণনা শামায়েলে তিরমিযীতে হযরত ইবনে আবি হালা রাযিয়াল্লাহু আনহু কর্তৃক বর্ণিত হাদীস শরীফে পাওয়া যায়। | হুযুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্ৰশত মুখগহবরের অধিকারী ছিলেন বলে তাঁর পবিত্র মুখনিঃসৃত বাণী হতাে ডট বিশিষ্ট। | নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মুখ থেকে যে বাণী বের হতাে, তা ছিল নেহায়েত সম্পন্ন ও ভরাট বাক্যের সমাহার। তিনি কখনাে অস্পষ্ট ও অসম্পূর্ণ শব্দ উচ্চারণ করতেন না। তিনি ছিলেন নিততই স্পষ্টভাষী।
মাওলানা উবায়দুর রহমান খান নদভী এর নবীজি (সা.) কেমন ছিলেন এখন পাচ্ছেন বইফেরীতে মাত্র 134.00 টাকায়। এছাড়া বইটির ইবুক ভার্শন পড়তে পারবেন বইফেরীতে। Nobiji Sm Kemon Chilen by Mowlana Ubaydur Rahman Khan Nodviis now available in boiferry for only 134.00 TK. You can also read the e-book version of this book in boiferry.