ধেয়ে আসা এক মহাবিপর্যয় থেকে আমাদের এই সুন্দর পৃথিবীকে রক্ষা করতে চান ষোলো বছর বয়সি বিস্ময়-বালিকা গ্রেটা থুনবার্গ। সেই মহাবিপর্যয় হচ্ছে অতিরিক্ত কার্বন নিঃসরণের ফলে সৃষ্ট জলবায়ু পরিবর্তন।
বিশ্ববাসীকে এ ব্যাপারে সতর্ক করতে গ্রেটার অভিনব ও শান্তিপূর্ণ এই আন্দোলনে তার সাথে যুক্ত হয়েছে পৃথিবীর লাখ লাখ শিশু-কিশোর ও শিক্ষার্থী। বিশ্ব নেতৃবৃন্দও নড়েচড়ে বসেছেন।
গ্রেটা থুনবার্গ ২০০৩ সালে সুইডেনে জন্মগ্রহণ করেন। ২০১৮ সালের আগস্টে একদিন তিনি স্কুলে না যাওয়ার সিদ্ধান্ত নিলেন। জলবায়ুর পরিবর্তন বিষয়ে দৃষ্টি আকর্ষণের জন্য সুইডিশ পার্লামেন্টের বাইরে ধর্মঘট শুরু করলেন তিনি। তার এ পদক্ষেপ জলবায়ু সঙ্কটের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিশ্বব্যাপী আন্দোলনের সূচনা করে। লাখ লাখ শিক্ষার্থীকে আমাদের গ্রহের জন্য ধর্মঘটে যেতে উৎসাহ জোগায়। এ জন্য তিনি সম্মানজনক প্রিন্স লিবার্টি অর্জনের পাশাপাশি নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন পান।
‘নো ওয়ান ইজ টু স্মল টু মেইক এ ডিফরেন্স’ হলো গ্রেটার প্রথম ইংরেজি বই, যা বিশ্বজুড়ে জলবায়ু সমাবেশ থেকে জাতিসংঘ, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম, ব্রিটিশ পার্লামেন্ট এবং যুক্তরাষ্ট্র কংগ্রেসে দেয়া তার বক্তব্যের সংগ্রহ। বিশিষ্ট সাংবাদিক আবু তাহির মুস্তাকিম বইটির বঙ্গানুবাদ করছেন, যা আমাদের ষোলো কোটি মানুষকে বিশেষ করে নতুন প্রজন্মকে জলবায়ু বিষয়ক প্রয়োজনীয় দিক্ষা পেতে সাহায্য করবে। গ্রেটার পরবর্তী বই ‘আওয়ার হাউস ইজ অন ফায়ার: সিনসেস অব এ ফ্যামিলি অ্যান্ড প্ল্যানেট ইন ক্রাইসিস’। এটি একটি স্মৃতিকথা, যা তার মা অপেরা সঙ্গীতশিল্পী মালেনা আর্নম্যান, তার বোন বেটা আর্নম্যান এবং তার বাবা স্যাভন্তে থুনবার্গের সাথে যৌথভাবে লেখা।
গ্রেটা থুনবার্গ এর নো ওয়ান ইজ টু স্মল টু মেইক এ ডিফরেন্স এখন পাচ্ছেন বইফেরীতে মাত্র 152.00 টাকায়। এছাড়া বইটির ইবুক ভার্শন পড়তে পারবেন বইফেরীতে। No One Is Too Small To Make A Difference by Greta Thunbergis now available in boiferry for only 152.00 TK. You can also read the e-book version of this book in boiferry.