নির্বাচিত ১০০ কবিতার ভূমিকা
কবি রফিক আজাদের নির্বাচিত ১০০ কবিতার গ্রন্থটি হাতে আসার পর এই ইচ্ছেটি আমার মধ্যেও উঁকি দেয়, এই রকম একটি বই আমারও হতে পারে। শুধু "নির্বাচিত কবিতা" হলে কবির নিজের পক্ষে কবিতা নির্বাচন করা কঠিন হয়ে পড়ে। কোথায় বা কততে গিয়ে রেখাটি টানবেন তা নিয়ে কবি বড়ো বিপদে পড়ে যান।
এই ১০০ কবিতাই যে আমার লেখা কবিতাগুলোর মধ্যে সবচেয়ে ভালো কবিতা এ-কথা বলা যাবে না। তবে ভালো কবিতাগুলোর মধ্যে ওরা আছে এটা নিশ্চিত করে বলতে পারি। কবিতা বাছাইয়ের ক্ষেত্রে নানানজনের সহযোগিতা নেন অনেকেই। আমিও আমার স্ত্রী মুক্তি জহিরের সাহায্য নেবার চেষ্টা করেছি। তিনি কবিতা সমগ্র ১ এবং ২ থেকে পেন্সিলে মার্ক করে কিছু কবিতা প্রাথমিকভাবে বেছে দিয়েছেন। বাকি কাজ আমি নিজেই করেছি।
আমার অনেক কবিতা যেহেতু আবৃত্তিশিল্পীরা আবৃত্তি করেছেন এবং প্রতিনিয়ত আরো নতুন নতুন কবিতা তারা আবৃত্তি করছেন, বাছাই করার সময় তাদের কন্ঠ কানে বাজছিল। পৃষ্ঠা উল্টাতে উল্টাতে আবৃত্ত কবিতাগুলোর ওপর গিয়ে থেমে পড়ছিলাম। এই প্রভাব থেকে মুক্ত হবার চেষ্টা করেছি যদিও কিন্তু পুরোপুরি সফল হতে পারিনি।
চেষ্টা করেছি বিভিন্ন গ্রন্থের প্রতিনিধিত্ব রাখতে, কিছু কবিতা আছে গ্রন্থের শেষের দিকে, যেগুলো এখনো গ্রন্থবদ্ধ হয়ে বের হয়নি তবে বেরিয়ে যাবে ২০২২ এর বইমেলায়। আমি বিশ্বাস করি এই গ্রন্থটি পাঠের মধ্য দিয়ে গত সাড়ে তিন দশকে আমার কাব্যচর্চার একটি ধারাবাহিক প্রবাহ উপলব্ধি করা যাবে।
আমি কেমন কবিতা লিখি বা লিখেছি এটা যদি কেউ খুঁজতে চান এই গ্রন্থটি তাদের সাহায্য করবে।
বিনীত-
কাজী জহিরুল ইসলাম
নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র। ১৬ ডিসেম্বর ২০২১।
কাজী জহিরুল ইসলাম এর নির্বাচিত ১০০ কবিতা এখন পাচ্ছেন বইফেরীতে মাত্র 262.40 টাকায়। এছাড়া বইটির ইবুক ভার্শন পড়তে পারবেন বইফেরীতে। Nirbachito 100 Kobita by kaji johirul islamis now available in boiferry for only 262.40 TK. You can also read the e-book version of this book in boiferry.