পৃথিবীতে আমাদের জীবন খুব সংক্ষিপ্ত হলেও এ সংক্ষিপ্ত জীবনে অনেক চড়াই-উৎরাই, হাসি-কান্না, সুখ-দু্ঃখ পার করে এগিয়ে যেতে হয়। জীবন বৈচিত্র্যময়। কারও জীবন একইভাবে কাটে না এবং সবার জীবন এক রকমও নয়। কেউ পারিবারিকভাবে অনেক স্বচ্ছল, কেউ মধ্যবিত্ত, কেউ নিম্ন-মধ্যবিত্ত, আবার কেউ-বা নিঃস্ব। তবে প্রত্যেকের একটি ব্যক্তিগত জীবন আছে। এ ব্যক্তিগত জীবনে কোনো সফলতা থাকলে ব্যক্তিগতভাবে সে সফলতা উপভোগ করে। আবার কোনো ব্যর্থতা থাকলে সে ব্যর্থতার পরিণতি ব্যক্তিগতভাবে নিজেকে ভোগ করতে হয়।
যেমন— কেউ পানিতে নামলে, সে-ই পানিতে ভেজে, অন্যকেউ পানিতে ভেজে না। তাই ব্যক্তিগত সফলতা এবং ব্যর্থতা জীবনে কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয়।
.
আজ ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, রাজনীতি, ব্যবসা, চাকরি, স্বামী, স্ত্রী, সন্তান, সব জায়গায় একটা অস্হিরতা কাজ করছে। এ অবস্থায় সতর্ক না হলে এ অস্হিরতার মধ্যে পড়ে নিজে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই ছাত্রজীবন থেকে এ সতর্কতা অবলম্বন করা জরুরি।
.
এ বইয়ে এমনকিছু উপদেশমূলক পরামর্শ দেওয়া হয়েছে, যা আন্তরিকভাবে অনুসরণ করলে মুসলিম ছাত্র-ছাত্রীদের জীবনকে সুন্দর করার জন্য হতে পারে মহৌষধের মতো কার্যকর। আমাদের সমাজে অনেক অভিভাবক আছেন, যারা সন্তানকে ভালো রাখার জন্য অনেক চিন্তা করেন, অনেক কিছু করতে চান, পরামর্শ দিতে চান, কিন্তু পরিবেশ পরিস্থিতির কারণে ছেলে-মেয়েকে তা বলতে পারেন না; তবে এ বই-এ আপনার মনের সে কথাগুলো বলা আছে।
মূলত অভিভাবকের সার্বিক সহযোগিতা ছাড়া সন্তানেরা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারে না। তাই অভিভাবকগণও নিজ সন্তানদেরকে বইটি পড়ানোর জন্য উদ্যোগ গ্রহণ করবেন।
মহান আল্লাহ তাআলা মুসলিম ছাত্র-ছাত্রীদেরকে খারাপ পরিবেশ থেকে রক্ষা করে বেড়ে ওঠার তৌফিক দান করুন, আমীন।
.
পরিশেষে, কবির ভাষায় বলতে চাই—
‘প্রথম যেদিন তুমি এসেছিলে ভবে,
কেঁদে ছিলে একা তুমি, হেসে ছিল সবে,
এমন জীবন তুমি করিবে গঠন,
মরণে হাসিবে তুমি,
কাঁদিবে ভুবন ।।’
মুহাম্মদ আব্দুল হাকিম এর মুসলিম ছাত্র-ছাত্রীদের করণীয় এখন পাচ্ছেন বইফেরীতে মাত্র 264.00 টাকায়। এছাড়া বইটির ইবুক ভার্শন পড়তে পারবেন বইফেরীতে। Muslim Chatro Chattrider Koroniyo by Muhammad Abdul Hakimis now available in boiferry for only 264.00 TK. You can also read the e-book version of this book in boiferry.