"মধ্যবিত্তের বিকাশ ও ভোগবাদের উত্থান" বইটির প্ররহম ফ্ল্যাপ-এর লেখাঃ
আলফ্রেড মার্শাল অর্থনীতির সংজ্ঞা নির্ধারণ করতে গিয়ে লিখেছেন "Economics is the study of mankind in the ordinary business of life"| জ্ঞানভিত্তিক সমাজে জ্ঞানের অভাবিত বিস্ফোরণের ফলে গণিত ও সংখ্যাতত্তে আকীর্ণ অর্থনীতিতে সাধারণ মানুষ ও তাদের আটপৌরে জীবন হারিয়ে গেছে। এই প্রেক্ষিত থেকে মামুন রশীদের 'মধ্যবিত্তের বিকাশ ও ভােগবাদের উত্থান’ একটি সাহসী ও ব্যতিক্রমধর্মী রচনা। 'মা যে জননী কান্দে' প্রবন্ধটিতে ব্যক্ত হয়েছে বিশ্বায়নের যুগের অভিবাসী সন্তানদের মায়ের আর্তনাদ। গ্রন্থটিতে রয়েছে ছাব্বিশটি প্রবন্ধ। প্রতিটি প্রবন্ধেই বিভিন্ন অর্থনৈতিক সমস্যা নিয়ে আলােচনা রয়েছে। প্রতিটি প্রবন্ধই লেখা হয়েছে সাধারণ মানুষের দৃষ্টিকোণ থেকে এবং সাধারণ মানুষের ভাষায়। বাঙলা ভাষায় অর্থনীতি চর্চার এটি একটি অসাধারণ উদ্যোগ। গ্রন্থকার যেমনি বাংলাদেশের অর্থনীতির সম্ভাবনা নিয়ে লিখেছেন তেমনি তার সমস্যার কথাও লিখেছেন। লেখক আমাদের স্মরণ করিয়ে দিয়েছেন, বাংলাদেশে একদিকে যেমন দারিদ্র হ্রাস পাচ্ছে, তেমনি অন্যদিকে কোটিপতির বিকাশ ঘটছে। একটি প্রবন্ধের শিরােনাম হলাে ‘অর্থনীতির বারােটা, গণতন্ত্রের তেরােটা। বাংলাদেশের সমস্যা এত জটিল যে লেখক নিজেও অনেকটা হতাশ। এ মনােভাব ব্যক্ত হয়েছে 'এ খাঁচা ভাঙবাে আমি কেমন করে?' প্রবন্ধে। তবু গণতন্ত্রে আস্থা তার অটল ও অনঢ়। তার চূড়ান্ত বক্তব্য হলাে: “উন্নয়ন ও গণতন্ত্র পারস্পরিক সাংঘর্ষিক নয়। ইতিহাস প্রমাণ করেছে ‘গণতন্ত্রের পথেই অর্থনীতির উন্নয়ন। আমরা পছন্দ করি আর না করি, গণতন্ত্রের সংগ্রাম চলবেই”। লেখকের সব পরামর্শই হয়তাে সকলের কাছে গ্রহণযােগ্য নাও হতে পারে। কিন্তু তাঁর বক্তব্যসমূহ পাঠকের অর্থনীতি নিয়ে অবশ্যই নতুন চিন্তার খােরাক জোগাবে।
মামুন রশীদ (ব্যাংকার) এর মধ্যবিত্তের বিকাশ ও ভোগবাদের উত্থান এখন পাচ্ছেন বইফেরীতে মাত্র 212.50 টাকায়। এছাড়া বইটির ইবুক ভার্শন পড়তে পারবেন বইফেরীতে। Moddhobitter Bikash O Vogbbader-uttan by Mamun Rashid (Banker)is now available in boiferry for only 212.50 TK. You can also read the e-book version of this book in boiferry.