Loading...

লস্ট ইসলামিক হিস্ট্রি (পেপারব্যাক)

অনুবাদক: আলী আহমাদ মাবরুর

স্টক:

৩০০.০০ ২০১.০০

ইসলামের ইতিহাসের সামগ্রিক ও অখণ্ড চিত্র নিয়ে অনবদ্য বই ‘লস্ট ইসলামিক হিস্ট্রি’। ফিরাস আল খতিব লিখিত আন্তর্জাতিক বেস্টসেলার এ বইটির বাংলা অনুবাদ ‘লস্ট ইসলামিক হিস্ট্রি : ইসলামের হারানো ইতিহাস’। ‘লস্ট ইসলামিক হিস্ট্রি’র ভাষা প্রাঞ্জল ও সহজবোধ্য। ইসলামের ছোঁয়ায় উদ্ভাসিত প্রায় সব জনপদের ইতিহাসের সাথে পাঠকের একটি সামগ্রিক সংযোগ ঘটিয়ে দেয়ার চেষ্টা আছে এ বইয়ে। পুরো পৃথিবীব্যাপী বিস্তৃত একটি জাতির দেড়হাজার বছরের ইতিহাস মাত্র শ’তিনেক পৃষ্ঠায় খুঁটিনাটিসহ সংকুলান অসম্ভব। এ কারণে লেখক ইতিহাসগ্রন্থের সন-তারিখভিত্তিক বয়ানের গতানুগতিক পদ্ধতি এড়িয়ে ঘটনাপ্রবাহের প্রধান স্রোতকে স্পর্শ করেছেন। রাসূলুল্লাহ সা.-এর জীবন, খোলাফায়ে রাশেদীনের শাসনকাল, উপমহাদেশের ইতিহাস ইত্যাদি যেসকল অধ্যায় আমাদের মোটামুটি পরিচিত, সেগুলোর ক্ষেত্রে বইটিকে কিছুটা অপূর্ণ মনে হতে পারে। কিন্তু পরবর্তী সময়ের বিবরণ এবং আফ্রিকা, আমেরিকা কিংবা দূরপ্রাচ্যের মুসলমানদের অজানা ইতিহাস পাঠকদের চমৎকৃত করবে। লস্ট ইসলামিক হিস্ট্রি’র আরেকটি অসাধারণ দিক হলো, ইতিহাসের ঘটনাপ্রবাহের স্পর্শকাতর ও মতবিরোধপূর্ণ বিষয়াদির বর্ণনায় ভারসাম্য। লেখক সেক্ষেত্রে প্রধান মতগুলোকে অল্পকথায় সামনে এনে একটি সমন্বিত বিশ্লেষণ দাঁড় করিয়েছেন। ইতিহাসের গৌরবোজ্জ্বল উদাহরণের পাশাপাশি তুলে এনেছেন বেদনাদায়ক উপাখ্যানও। তাই পাঠক যুগপৎ আনন্দ-বেদনায় সিক্ত হবেন। হীনমন্যতা দূরীকরণের পাশাপাশি পাবেন আত্মপর্যালোচনার সুযোগও।

Lost Islamic History,Lost Islamic History in boiferry,Lost Islamic History buy online,লস্ট ইসলামিক হিস্ট্রি,লস্ট ইসলামিক হিস্ট্রি বইফেরীতে,লস্ট ইসলামিক হিস্ট্রি অনলাইনে কিনুন,9789849434709,Lost Islamic History Ebook,Lost Islamic History Ebook in BD,Lost Islamic History Ebook in Dhaka,Lost Islamic History Ebook in Bangladesh,Lost Islamic History Ebook in boiferry,লস্ট ইসলামিক হিস্ট্রি ইবুক,লস্ট ইসলামিক হিস্ট্রি ইবুক বিডি,লস্ট ইসলামিক হিস্ট্রি ইবুক ঢাকায়,লস্ট ইসলামিক হিস্ট্রি ইবুক বাংলাদেশে,Lost Islamic History by Firas Alkhotib,ফিরাস আলখতিব এর লস্ট ইসলামিক হিস্ট্রি
ফিরাস আলখতিব এর লস্ট ইসলামিক হিস্ট্রি এখন পাচ্ছেন বইফেরীতে মাত্র 201.00 টাকায়। এছাড়া বইটির ইবুক ভার্শন পড়তে পারবেন বইফেরীতে। Lost Islamic History by Firas Alkhotibis now available in boiferry for only 201.00 TK. You can also read the e-book version of this book in boiferry.
ধরন পেপারব্যাক | ২৮৬ পাতা
প্রথম প্রকাশ 2019-02-01
প্রকাশনী প্রচ্ছদ প্রকাশন
ISBN: 9789849434709
ভাষা বাংলা

ক্রেতার পর্যালোচনা

5
1 reviews

1-1 থেকে 1 পর্যালোচনা

  • পর্যালোচনা লিখেছেন 'আরাফাত শাহীন'
    ইতিহাসবিমুখ জাতি হিসেবে আমাদের একটা বদনাম আছে। হয়ত এটা একেবারে অমূলক নয়। কারণ, একটা সময় পৃথিবীর বুকে দাপিয়ে বেড়ানো মুসলিম জাতি নিজেদের অতীত ভুলে আজ হতাশার সাগরে হাবুডুবু খাচ্ছে; নিজেদের অস্তিত্বই যেন ভুলে যেতে বসেছে। অথচ এটা পানির মতো পরিষ্কার যে, আমাদের মুসলিম মনীষীগণ বহু শ্রম এবং সময় ব্যয় করে ইসলামের সুবৃহৎ ইতিহাস লিপিবদ্ধ করেছেন। ইবনে ইসহাক, ইবনে হিশাম, তাবারি, ইবনে সাদ, ইবনে খালদুন—মুসলিম ইতিহাসবিদের এই তালিকা অনেকটাই লম্বা হয়ে যাবে। ইসলামের গৌরবোজ্জ্বল সময় শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আমরাও ধীরে ধীরে অতীতকে ভুলে গিয়েছি এবং নিজেদের ইতিহাস থেকে অনেকটা দূরে সরে এসেছি। • কোনো জাতিকে মানসিকভাবে সবল হতে হলে নিজেদের অতীত ইতিহাস সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা থাকা প্রয়োজন। ইসলামের ইতিহাস নিয়ে মুসলিম ইতিহাসবিদগণ যেমন বৃহৎ কলেবরের গ্রন্থ রচনা করেছেন, তেমনি আধুনিক সময়ে এসে অনেক প্রাচ্যবিদও ইসলামের ইতিহাস রচনায় অগ্রণী ভূমিকা পালন করেছেন। তবে এসব পশ্চিমা ইতিহাসবিদেরা বেশিরভাগ সময়ই নিজেদের নিরপেক্ষতা বজায় রাখতে পরেননি। ফিরাস আল খতিব লিখিত 'লস্ট ইসলামিক হিস্ট্রি' বইটি পড়ে শেষ করলাম। বইটি মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের জন্য লিখিত হলেও আমার কাছে মনে হয়েছে—সকল শ্রেণির ইতিহাস অনুসন্ধিৎসু পাঠকই বইটি থেকে উপকৃত হতে পারেন। সংক্ষেপে মুসলিম জাতির গোটা ইতিহাস অতি চমৎকারভাবে তুলে ধরেছেন লেখক। • লেখক সম্পর্কে: ফিরাস আল খতিব যুক্তরাষ্ট্রের শিকাগো বিশ্ববিদ্যালয় থেকে ইসলামের বুদ্ধিবৃত্তিক ইতিহাস বিষয়ে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। শিক্ষকতা করেছেন স্ট্যাটের ব্রিজবিউ ইউনিভার্সাল স্কুলে। বর্তমানে শিকাগোর দারুল কাসিমে শিক্ষক হিসেবে কর্মরত আছেন। 'লস্ট ইসলামিক হিস্ট্রি' ফিরাস আল খতিবকে আন্তর্জাতিক খ্যাতি এনে দিয়েছে। প্রকাশের পর থেকেই বইটি বেস্টসেলারের মর্যাদা পেয়েছে। আর সেটা হবেই বা না কেন! ইতিহাস বিষয়ে এমন অসাধারণ একটা কাজ করলে সেটা বিশ্বজুড়ে পরিচিতি পাবে এটাই তো স্বাভাবিক। • বইয়ের বিষয়বস্তু কী? লেখকের ভূমিকার অংশটুকু বাদ দিলে বারোটি অধ্যায়ের দেখা পাবো আমরা। এসব অধ্যায়ে ইসলামপূর্ব আরব থেকে শুরু করে আধুনিক যুগের জাতিরাষ্ট্র প্রতিষ্ঠা পর্যন্ত  আলোচনা করা হয়েছে। প্রতিটি বিষয়ের আলোচনা খুবই সংক্ষিপ্ত। তাই ব্যাখা বিশ্লেষণ খুঁজে কোনো লাভ নেই। অধ্যায়গুলো নিয়ে সামান্য আলোকপাত করছি: ১. ইসলামপূর্ব আরব: আরবের প্রকৃতি, ভৌগোলিক অবস্থান, আরবের নানা জাতি-গোষ্ঠী, আরবের রাজনৈতিক ও সামাজিক অবস্থা, ধর্মীয় পরিস্থিতি, আরবের প্রতিবেশী রাজ্য ইত্যাদি সম্পর্কে আলোকপাত করা হয়েছে এই অধ্যায়ে। ২. রাসূল (সা.)-এর জীবন: প্রিয়নবীর (সা.) জন্ম, প্রাথমিক জীবন, ওহী নাজিল, নবুওয়তী জীবন, কুরায়েশদের অত্যাচার, হিজরত ও মদীনার জীবন, যুদ্ধ-সংগ্রাম থেকে শুরু করে তাঁর ওফাত পর্যন্ত সংক্ষিপ্ত জীবনী স্থান পেয়েছে এই অধ্যায়ে। ৩. খোলাফায়ে রাশেদীন: রাসূল (সা.)-এর ইন্তেকালের পরবর্তী সময়ে মদীনায় ইসলামি খেলাফত প্রতিষ্ঠিত হয়। প্রথম চার খলিফা অর্থাৎ হযরত আবু বকর (রা.), হযরত ওমর (রা.), হযরত উসমান (রা.) এবং হযরত আলী (রা.)-এর শাসনামলের নানান ঘটনাপ্রবাহ এই অধ্যায়ে স্থান পেয়েছে। ৪.মুসলিম রাষ্ট্রের প্রতিষ্ঠা: হযরত আলী (রা.)-এর শাহাদাতের পর হযরত মুয়াবিয়া (রা.) এর হাত ধরে উমাইয়া শাসনের শুরু হয়। এই অধ্যায়ে মুয়াবিয়া (রা.)-এর শাসন, ইয়াজিদের ক্ষমতা গ্রহণ ও হযরত হুসাইন (রা.)-এর শাহাদাতের ঘটনা, উমাইয়াদের শাসনামল, আব্বাসীয় আন্দোলন ও তাদের ক্ষমতা গ্রহণ সম্পর্কে আলোচনা স্থান পেয়েছে এই অধ্যায়ে। ৫. বুদ্ধিবৃত্তিক সোনালি যুগ: উমাইয়া আমল ছিল বিজয়ের যুগ। সে সময় ইসলাম পৃথিবীর এক বৃহৎ অংশে পৌঁছে গিয়েছিল। আর আব্বাসীয় যুগ ছিল জ্ঞান-বিজ্ঞান, সাহিত্য ও শিল্পে চরম উৎকর্ষতার যুগ। বিজ্ঞানের নানান শাখায় মুসলিম বিজ্ঞানীদের অবদান আলোচিত হয়েছে এই অধ্যায়ে। ৬. ইসলামী জ্ঞান চর্চা: ইসলাম শুধুমাত্র একটি ধর্মই নয়, বরং ইসলাম হলো পূর্ণাঙ্গ জীবনব্যাবস্থা। তাই প্রাত্যহিক জীবনে ইসলামের চর্চা অব্যাহত রাখার জন্য ইসলামি জ্ঞানে পারদর্শী হওয়ার প্রয়োজন। প্রাথমিক যুগ ও পরবর্তী সময়ে ফিকহ, ইসলামি আকিদা এবং আধ্যাত্মিকতা নিয়ে মুসলিম পণ্ডিতেরা যে কাজ করেছেন তা এই অধ্যায়ের বিষয়বস্তু। এখানে ইসলামি বিভিন্ন দল-উপদল নিয়েও কিছু আলোচনা হয়েছে। ৭. উত্থান-পতন: স্বাভাবিক নিয়মেই উত্থানের পর একসময় পতন আসে। কীভাবে বৃহৎ ইসলামী সাম্রাজ্য পতনের সম্মুখীন হয়েছিল তা আলোচিত হয়েছে এই অধ্যায়ে। ইসমাইলিয়া মতবাদ, ফাতেমী সাম্রাজ্য, ক্রুসেড, মোঙ্গল আক্রমণ কীভাবে ধ্বংস করেছিল জ্ঞান-বিজ্ঞানে পূর্ণ একটি সমাজকে তার চিত্র অঙ্কিত হয়েছে এখানে। ক্রুসেড সম্পর্কে বেশ ভালো আলোচনা হয়েছে। ৮. আন্দালুস: আন্দালুস বা বর্তমান স্পেনে মুসলিমদের ইতিহাস সবচেয়ে বেশি বিয়োগাত্মক হিসেবে বিবেচিত হয়। স্পেনে তিলে তিলে গড়ে ওঠা মুসলিম শাসনের অবসান এবং সেখানে থেকে তাদের চিরবিদায় সম্পর্কে পড়তে গিয়ে নিজের অজান্তেই দুচোখ ভিজে উঠবে। বেশ ভালো আলোচনা আছে এখানে। ৯. প্রান্তসীমা: আরবের মরুভূমি থেকে ইসলামের উত্থান হলেও অল্প সময়ের মধ্যেই তা পৃথিবীর নানান প্রান্তে পৌঁছে যেতে সক্ষম হয়। পশ্চিম ও পূর্ব আফ্রিকা, ভারতবর্ষ, দক্ষিণ-পূর্ব এশিয়া, চীনসহ নানান জায়গায় ইসলামের আগমন এবং সেখানে মুসলিম সাম্রাজ্য প্রতিষ্ঠান বিবরণ পাওয়া যাবে এই অধ্যায়ে। ১০. পুনরুত্থান: মোঙ্গল আক্রমণের মুখে মুসলিম সাম্রাজ্যের কেন্দ্রীয় শহর বাগদাদসহ বেশিরভাগ শহর ধ্বংসস্তুপে পরিণত হওয়ার পর কে ভেবেছিল তারা আবার জেগে উঠতে পারবে! হ্যাঁ, এবার পশ্চিম দিক থেকে ইসলামের পুনরুত্থান হয়েছিল উসমানীয়দের হাত ধরে। সেই ইতিহাসই বর্ণিত হয়েছে এই অধ্যায়ে। শুধু তাই নয়- অটোম্যানদের শাসনামল, সাফাভীদের ইতিহাস, ভারতবর্ষে মোগলদের উত্থান সম্পর্কেও আলোচনা হয়েছে। ১১. পতন: কয়েক শতাব্দী প্রতাপের সঙ্গে শাসনকার্য পরিচালনা করার পর অটোম্যান সাম্রাজ্য এবং ভারতের মোগল সাম্রাজ্য কীভাবে পতনের দিকে এগিয়ে গিয়েছিল তার করুণ ইতিহাস পাবেন এই অধ্যায়ে। ১২. পুরনো ও নতুন চিন্তাধারা: মুসলিম শাসনের অবসান হওয়ার সঙ্গে সঙ্গে মুসলিম জাতিও চিন্তার ক্ষেত্রে নানান ভাগে বিভক্ত হয়ে পড়ে। তারা ইসলামী মূল্যবোধ থেকে দূরে সরে যেতে থাকে। আবার তাদের ইসলামের সরল সঠিক পথে ফিরিয়ে আনার জন্য যে চেষ্টা-সংগ্রাম সেটাও জানতে পারা যাবে এই অধ্যায় থেকে। • বইটা যাদের পড়া জরুরি: লেখার শুরুতেই বলেছি—আমরা ইতিহাসবিমুখ জাতি। নিজেদের অতীত সম্পর্কে আমাদের জানার আগ্রহ বড্ড কম অথবা ইতিহাসের বই নিয়ে বসলে নানান জটিল ঘটনাপ্রবাহ পড়তে গিয়ে ঘুম এসে যায়। ইতিহাসের ঘটনাগুলোকে 'লস্ট ইসলামিক হিস্ট্রি' বইয়ে খুবই সরলভাবে উপস্থাপন করা হয়েছে। ইতিহাসের বেশি ব্যাখ্যা-বিশ্লেষণ করা হয়নি বলে পড়তে গিয়ে বিরক্ত হওয়ার সুযোগ নেই। ইতিহাসের প্রাথমিক পর্যায়ের পাঠকের জন্য এটি একটি অবশ্যপাঠ্য বই। প্রচ্ছদ এবং অনুবাদ: 'লস্ট ইসলামিক হিস্ট্রি' হাতে নেয়ার পর প্রচ্ছদের দিকে কিছুক্ষণ অবশ্যই তাকিয়ে থাকতে হবে। প্রচ্ছদ অসম্ভব রকমের ভালো; যেকোনো পাঠকের মনোযোগ আকর্ষণ করার মতোই। মূল টেক্সটের চেয়ে অনুবাদই আমাকে বেশি পড়তে হয়। তবে বেশিরভাগ সময়ই অনুবাদের মান আমাকে সন্তুষ্ট করতে পারে না। তবে আলী আহমাদ মাবরুরের অনুবাদের মান যথেষ্ট উন্নত। সম্পাদনাও করা হয়েছে সতর্কতার সঙ্গে। কয়েক জায়গায় 'উ' এবং 'ও' এর ব্যবহারে গণ্ডগোল ছাড়া তেমন বড় ধরনের কোনো সমস্যা চোখে পড়েনি। আর দু-একটি যে সমস্যা আছে, তা ধরার মতো নয়। তবে...? আমার পরামর্শ হলো বইটি পড়ুন। যদি প্রাথমিক পাঠক হন—তবে আজই শুরু করুন। আর যদি ইতিহাসের বোদ্ধা পাঠক হন—তবুও পড়ুন; নিজের জানাশোনাকে আরেকবার ঝালাই করে নিন। এমন বই পড়া থেকে নিজেকে বঞ্চিত করা উচিত নয় কোনোমতেই।
    June 20, 2022
ফিরাস আলখতিব
লেখকের জীবনী
ফিরাস আলখতিব (Firas Alkhotib)

ফিরাস আলখতিব

সংশ্লিষ্ট বই