মনীষী-লেখক আমরা তাঁদেরকেই বলি যাঁদের রচনায় একই সঙ্গে যুগ ও যুগান্তরের স্বপ্ন-সাধনা মূর্ত হয়ে ওঠে। প্রয়াত আহমদ ছফা বাংলাদেশের সেরকম মানসিকতাসম্পন্ন একজন লেখক। রচনাশৈলীর সঙ্গে মনীষার এমন সম্মিলন কখনো কখনো ঘটে, তবে সব লেখকের বেলায় ঘটে না। সাহিত্যিক পরিচয়ের ঊর্ধ্বে আমাদের কালের এক চিন্তানায়কের মর্যাদায় তাঁকে অধিষ্ঠিত করেছে তাঁর প্রজ্ঞা, মননশীলতা, অন্তর্দষ্টি, ইতিহাসবোধ, ঐতিহ্য-সচেতনতা, মানবপ্রীতি, সামাজিক দায়বদ্ধতা। তাঁর জীবদ্দশায় যাঁরা হয়তো অনেক বিষয়ে তাঁর সঙ্গে দ্বিমত পোষণ করতেন এমনকি তাঁদের পক্ষেও তাঁর চিন্তার প্রাতিস্বিকতা ও প্রতিভার মৌলিকত্বকে অস্বীকার করার উপায় ছিল না এমন এখনো নেই। প্রবন্ধ সমগ্র গ্রন্থটি আহমদ ছফার পাঠকনন্দিত কিছু প্রবন্ধ নিয়ে গ্রথিত। এগুলো যেমন আলোচিত তেমনই সমালোচিত। বলতে গেলে এটাই প্রবন্ধের স্বার্থকতা। রাজনীতি, অর্থনীতি, সমাজ বিজ্ঞান, রাষ্ট্রাচার, সমালোচনা, জীবন, মূল্যবোধ, ধর্ম, ইতিহাস, দর্শন, নান্দনিকতা, শিক্ষা ব্যবস্থা, গ্রাম, নগর, বুদ্ধিজীবী, সাধারণ মানুষ, চোরাচালান, সাহিত্য-সংস্কৃতি, ভাষা এবং পররাষ্ট্রসহ প্রাত্যাহিক জীবনের আরও অনেক বিষয় প্রকৃষ্ট কৌশলে হৃদয়গ্রাহী ভাষায় মনকাড়া যুক্তিতে বিধৃত। প্রবন্ধকে যদি শরীরের সাথে তুলনা করা হয় তাহলে আত্মজ্ঞান-নিবিড় প্রকৃষ্ট অনুসন্ধানের পক্ষপাতহীন যোজনা আহমদ ছফার প্রবন্ধের অবয়ব, নির্লোভ আভিজাত্যের সাহসী উচ্চারণ মাংশপেশী, দূরদর্শী চেতনার শালীন বাক্যবান তার শক্তি, জাগরনময় অনুভবের প্রীতম প্রতীতি হৃদপিণ্ড, বাস্তবতার নিরিখে অতীত, বর্তমান ও ভবিষ্যতের মুক্তবুদ্ধিঘন সমন্বয় মস্তিষ্ক এবং আকর্ষণীয় বাক্যের মন্দ্রিত প্রাঞ্জলতা তাঁর প্রবন্ধের সৌন্দর্য।
আহমদ ছফা এর আহমদ ছফা : কবিতাসমগ্র এখন পাচ্ছেন বইফেরীতে মাত্র 400.00 টাকায়। এছাড়া বইটির ইবুক ভার্শন পড়তে পারবেন বইফেরীতে। ahmed-sofa-kobitashomogro by Ahmed Sofais now available in boiferry for only 400.00 TK. You can also read the e-book version of this book in boiferry.