"কবিতার নীড়ে আলাের বীজ" বইয়ের ফ্ল্যাপ থেকে নেওয়া
‘কবিতার নীড়ে আলাের বীজ’ কামরুন নাহার শিল্পীর প্রথম কবিতার বই। বই আকারে প্রথম প্রকাশিত হলেও কবিতাগুলাের আত্মপ্রকাশ ঘটেছে আগেই পত্রিকার পাতায় ও ফেসবুকে। তাই এ বইয়ের কবিতাগুলাে অসংখ্য গুণগ্রাহীর ভালােবাসায় সিক্ত হয়েছে বলা যায় নির্দ্বিধায় ।
বাস্তবিকই কামরুন নাহার শিল্পীর কবিতাগুলােতে এক ধরনের সম্মােহন আছে । আকারে ছােট কিন্তু অন্তর্নিহিত বক্তব্যে তাঁর প্রতিটি কবিতা পাঠককে ভাবাতে বাধ্য করে। ভাবায়, তবে বিরক্তিতে নিমজ্জিত করে না । কবি হয়তাে কবিতায় যথাযথ ব্যাকরণ মেনে তাঁর চিন্তার বিস্তার ঘটাননি। কিন্তু কবিতাগুলােতে তার মানবিক বােধজনিত চেতনার গভীর দ্যোতনা ব্যঞ্জিত হয়েছে ।
কামরুন নাহার শিল্পী বর্তমান সময়ের নাগরিক কবি । নগরজীবনের প্রত্যক্ষ অভিজ্ঞতা-সুখ-দুঃখ, আশা-নিরাশা, চাওয়া-পাওয়া ইত্যাদি-দ্বারা প্রভাবিত। তাঁর জীবনাভিজ্ঞতায় প্রভাব ফেলেছে জাতিক-আন্তর্জাতিক পর্যায়ের মানবিকতার বিপর্যয়। তিনি এ সবই তাঁর কবিতায় তুলে ধরেছেন । মানুষের বিবেককে জাগিয়ে তুলতে চেয়েছেন। প্রতিটি স্বদেশপ্রেমী বাংলাদেশীর মতাে তাঁর কবিতায় উঠে এসেছে আমাদের মহান মুক্তিযুদ্ধের প্রসঙ্গ। স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবিস্মরণীয় অবদান-গাথা । কামরুন নাহার শিল্পী প্রচণ্ড আশাবাদী কবি ।
আমাদের চারপাশে কাঙ্ক্ষিত-অনাকাঙ্ক্ষিত ঘটনাবলির নৈশ্যবাত্যার মধ্য তিনি আশার পদধ্বনি শুনতে পেয়েছেন। তাই তাঁর কবিতায় তিনি অন্ধকার দূর করার জন্য অনন্য আলাের বীজ বুনেছেন । “কবিতার নীড়ে আলাের বীজ” সত্যিই এসময়ের এক উজ্জ্বল প্রতিনিধি। আমি তার বইয়ের সাফল্য কামনা করি।
-মিলন রায়
কামরুন নাহার শিল্পী এর কবিতার নীড়ে আলোর বীজ এখন পাচ্ছেন বইফেরীতে মাত্র 153.00 টাকায়। এছাড়া বইটির ইবুক ভার্শন পড়তে পারবেন বইফেরীতে। Kobitar Nire Alor Bij by Kamrun Nahar Shilpiis now available in boiferry for only 153.00 TK. You can also read the e-book version of this book in boiferry.