বর্ধমান জেলার চুরুলিয়ায় যে কবির জন্ম আর ঢাকায় যে কবির শেষশয্যা, তাঁকে কোনো দেশ-কালের সীমানায় বাঁধা যায় না। তিনি সব দেশে সব কালে ঘরে ঘরে মানুষের জ্ঞাতি। বেঁচে থাকার নির্মম তাগিনে লেনবেলা থেকেই কঠিন কর্মে নিয়োজিত করেছিলেন নিজেকে। লেটোর দলে ছিলেন, সৈনিক ছিলেন, রাজবন্দি ছিলেন। তাঁর কোনো কর্মই বৃথা যায়নি। প্রতিটি কর্ম থেকে তিনি আহরণ করেছেন সৃজনের নির্যাস। আর সে নির্যাস প্রবাহিত হয়েছে তাঁর রচনায়, সৃষ্টিশীলতায়। সাহিত্য-সংস্কৃতির এমন কোনো অঙ্গন নেই, যেখানে তাঁর দৃপ্ত বিচরণ ছিল না। তিনি পূর্ণাঙ্গ, সমগ্র মানুষ ।
তিনি আমাদের বড়ই আপনজন। আমাদের জীবনে, কর্মে তাঁর বর্ণীল উপস্থিতি সর্বদা। সমগ্র এই মানুষটি ও তাঁর বিবিধ কর্মযজ্ঞ তুলে ধরার সামান্য প্রয়াস 'কাজী নজরুলের সারাজীবন'।
আফরোজা পারভীন এর কাজী নজরুলের সারাজীবন এখন পাচ্ছেন বইফেরীতে মাত্র 240.00 টাকায়। এছাড়া বইটির ইবুক ভার্শন পড়তে পারবেন বইফেরীতে। kazi-nazruler-sarajibon by Afroza Parvinis now available in boiferry for only 240.00 TK. You can also read the e-book version of this book in boiferry.