এ বিষয়ে চিন্তা ও ভাবনার জন্য এই পুস্তক ‘কবর কি পহেলি রাত’ (কবরের প্রথম রাত), যা আপনাদের হাতে আছে, কবরস্থানে বসে অনেক পরিশ্রমসহকারে মুসলমান ভাইদের কল্যাণার্থে লিখেছি এবং প্রকাশ করিয়েছি। অতএব, শুরু থেকে শেষ অবধি পুরো বইটি মনোযোগ দিয়ে পড়–ন, অন্যদের শোনান এবং তারপর আমলও করুন।
আমার মতো দীনহীন গরিবের কথাও দোয়ায় স্মরণ করবেন। সম্ভবত, খোদাবন্দ করিম আপনারই দোয়ায় আমার দোষত্রæটি মার্জনা করে দেবেন। আল্লাহ তাআলা আপনাকে এর উপযুক্ত বদলা দেবেন। আল্লাহ তাআলার কাছে দোয়া করুন, তিনি যেন এ বইটি মুসলমান ভাইবোনদের জন্য সুফলদায়ক করে দেন এবং নাজাতের মাধ্যম বানিয়ে দেন। আমিন! আল্লাহুম্মা ইন্নি আউজুবিকা মিন আজাবিল কবরি ওয়া আজাবি জাহান্নাম। কিয়া রাব্বিগফিরলি ওয়ারহামনি ওয়া আন্তা খাইরুর রাহিমিন। ভাইসব! বয়সের এই পুঁজি দিনরাত। সকাল-সন্ধ্যা শেষ হয়ে আসছে। মানুষ প্রতি পদক্ষেপে মৃত্যু এবং নিজের আখেরি মঞ্জিল কবরের দিকে এগিয়ে চলেছে। কিন্তু আফসোস। যে ভুলক্রমে কখনো চিন্তাও করে না এবং এদিকে মনোযোগও দেয় না যে অনতিবিলম্বেই তাকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। তারপর বিরান ভ‚মি সুনসান কবরস্থানের অন্ধকার ঘাঁটিতেই তাকে থাকতে হবে। এ বিষয়ে চিন্তা ও ভাবনার জন্য এই পুস্তক ‘কবর কি পহেলি রাত’ (কবরের প্রথম রাত), যা আপনাদের হাতে আছে, কবরস্থানে বসে অনেক পরিশ্রমসহকারে মুসলমান ভাইদের কল্যাণার্থে লিখেছি এবং প্রকাশ করিয়েছি। অতএব, শুরু থেকে শেষ অবধি পুরো বইটি মনোযোগ দিয়ে পড়–ন, অন্যদের শোনান এবং তারপর আমলও করুন।
আমার মতো দীনহীন গরিবের কথাও দোয়ায় স্মরণ করবেন। সম্ভবত, খোদাবন্দ করিম আপনারই দোয়ায় আমার দোষত্রæটি মার্জনা করে দেবেন। আল্লাহ তাআলা আপনাকে এর উপযুক্ত বদলা দেবেন।
আল্লাহ তাআলার কাছে দোয়া করুন, তিনি যেন এ বইটি মুসলমান ভাইবোনদের জন্য সুফলদায়ক করে দেন এবং নাজাতের মাধ্যম বানিয়ে দেন। আমিন! আল্লাহুম্মা ইন্নি আউজুবিকা মিন আজাবিল কবরি ওয়া আজাবি জাহান্নাম।
কিয়া রাব্বিগফিরলি ওয়ারহামনি ওয়া আন্তা খাইরুর রাহিমিন।ভাইসব! বয়সের এই পুঁজি দিনরাত। সকাল-সন্ধ্যা শেষ হয়ে আসছে। মানুষ প্রতি পদক্ষেপে মৃত্যু এবং নিজের আখেরি মঞ্জিল কবরের দিকে এগিয়ে চলেছে। কিন্তু আফসোস। যে ভুলক্রমে কখনো চিন্তাও করে না এবং এদিকে মনোযোগও দেয় না যে অনতিবিলম্বেই তাকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। তারপর বিরান ভ‚মি সুনসান কবরস্থানের অন্ধকার ঘাঁটিতেই তাকে থাকতে হবে। এ বিষয়ে চিন্তা ও ভাবনার জন্য এই পুস্তক ‘কবর কি পহেলি রাত’ (কবরের প্রথম রাত), যা আপনাদের হাতে আছে, কবরস্থানে বসে অনেক পরিশ্রমসহকারে মুসলমান ভাইদের কল্যাণার্থে লিখেছি এবং প্রকাশ করিয়েছি। অতএব, শুরু থেকে শেষ অবধি পুরো বইটি মনোযোগ দিয়ে পড়–ন, অন্যদের শোনান এবং তারপর আমলও করুন।
আমার মতো দীনহীন গরিবের কথাও দোয়ায় স্মরণ করবেন। সম্ভবত, খোদাবন্দ করিম আপনারই দোয়ায় আমার দোষত্রæটি মার্জনা করে দেবেন। আল্লাহ তাআলা আপনাকে এর উপযুক্ত বদলা দেবেন।
আল্লাহ তাআলার কাছে দোয়া করুন, তিনি যেন এ বইটি মুসলমান ভাইবোনদের জন্য সুফলদায়ক করে দেন এবং নাজাতের মাধ্যম বানিয়ে দেন। আমিন! আল্লাহুম্মা ইন্নি আউজুবিকা মিন আজাবিল কবরি ওয়া আজাবি জাহান্নাম। কিয়া রাব্বিগফিরলি ওয়ারহামনি ওয়া আন্তা খাইরুর রাহিমিন।
মুহম্মদ জালালউদ্দীন বিশ্বাস এর কবর কি পহেলি রাত এখন পাচ্ছেন বইফেরীতে মাত্র 200.00 টাকায়। এছাড়া বইটির ইবুক ভার্শন পড়তে পারবেন বইফেরীতে। Kabar Ki Poheli Rat by Muhammad jalal Uddin Bisshasis now available in boiferry for only 200.00 TK. You can also read the e-book version of this book in boiferry.