বাঙালির সৃষ্টিশীলতার শিখরস্পর্শী অভিব্যক্তির এক অমীমাংসিত নাম রবীন্দ্রনাথ। তার দিকে তাকিয়ে বাঙালির মুগ্ধতার কোনো শেষ নেই। এমন সর্বজয়ী প্রতিভার আবির্ভাব কীভাবে সম্ভব হলো এককালের কূপমন্ডূক বাঙালির সীমাচিহ্নিত ভৌগোলিক ও মানসিক বৃত্তে? কী সেই ব্যাখ্যাতীত অনুঘটনা, যা বাঙালির এক সৃষ্টিশিশুকে জগৎশ্রেষ্ঠের সম্মান এনে দিল? এ প্রশ্নের উত্তর না সর্বগ্রাহ্য, না সহজগ্রাহ্য। কেননা রবীন্দ্রনাথ তার সমকালে কেবল বাংলার বা ভূ-ভারতের নন, সারা পৃথিবীরই সর্বাধিক বহুমুখী স্রষ্টা। এধরনের ব্যক্তিপ্রতিভাকে প্রকৃতির অব্যাখ্যাত কূটাভাস হিসেবে মেনে নিলেই বরং ঝামেলাটা চুকে যায়। প্রায়শ এমনটাই আমরা করে থাকি। ফলে তার অগণন দৃষ্টিমুখ ও সৃষ্টিমুখের দিকে তাকিয়ে কোনো কোনো রবীন্দ্রপাঠক যতটা আবিষ্ট ও সম্মোহিত, প্রশ্নমুখর হতে প্রায় ততটাই কুণ্ঠিত।
সৌভাগ্য, এই বাংলাদেশে এরকম ভিন্নতা-সন্ধানী কিছু সমীক্ষা শুরু হয়েছে আমাদের কবিসার্বভৌমকে নিয়ে। স্বেচ্ছানিযুক্ত তৃণাভিসারী গবেষক আখতার উদ্দিন মানিক প্রণীত জোড়াসাঁকো থেকে শাহজাদপুর শীর্ষক গ্রন্থটি পর্যবেক্ষণ করে মনে হলো, এই গবেষক রবীন্দ্রনাথের দেবসত্তার চেয়ে মানবসত্তাকেই অধিকতর গ্রাহ্য ও ব্যাখ্যাযোগ্য বলে মেনেছেন। এই পাঠ মানুষ-রবীন্দ্রনাথের পাশাপাশি স্রষ্টা-রবীন্দ্রনাথের ঘটনামাফিক বিকাশের বাস্তবতাশাসিত, বলা যাক, পরিবারসম্মত পাঠ। একজন জমিদারনন্দন কীভাবে বৈষয়িকতার কাঠিন্য আত্মসাৎ করে সৃষ্টিশীলতার আলোকময়তায় বহুবিচ্ছুরিত হলেন, তারই কিছু ইতিহাসাশ্রয়ী তথ্য রসাত্মকভাবে পরিবেশন ও বিশ্লেষণ করেছেন এই সমীক্ষক।
আখতার উদ্দিন মানিক এর জোঁড়াসাকো থেকে শাহজাদপুর এখন পাচ্ছেন বইফেরীতে মাত্র 400.00 টাকায়। এছাড়া বইটির ইবুক ভার্শন পড়তে পারবেন বইফেরীতে। Jorashako Theke Shazadpur by Aktar Uddin Manikis now available in boiferry for only 400.00 TK. You can also read the e-book version of this book in boiferry.