হামিদা আনজুমান অনেক দিন ধরে লিখছেন। তাঁর ছড়াপদ্যে স্বদেশ প্রকৃতির শাশ্বত ছবি অপরূপভাবে ফুটে ওঠে। ভাবনা স্বচ্ছ। সাবলীল ভাষা ও বর্ণনাশৈলী। শব্দচয়নের ব্যাপারেও সজাগ ও অভিজ্ঞ। তাঁর নতুন বই ‘আমি জন্মেছি বাংলায়’ পুরোটাই দেশকে নিয়ে গাঁথা কবিতার মেখলা। সৌভাগ্যক্রমে পাণ্ডুলিপিটা আমার হাতে চলে আসে প্রেসে যাওয়ার মুহূর্তে। ভাব আর ছন্দের নিখুঁত সম্মিলন। আর প্রতিটি লেখায় আন্তরিকতার স্পর্শ স্পষ্ট হয়ে উঠেছে। বিশেষকরে শিশু-কিশোরদের মনোপযোগী কবিতার উপাত্ত ও ভাবনার ধরন কেমন হওয়া উচিৎ হামিদা আনজুমান সেটা জানেন বলেই মনে হয়েছে ছড়াপদ্যগুলোয় চোখ বুলাতে গিয়ে এবং একথা স্বীকার করতে দোষ নেই, একজন কবি দেশ-প্রকৃতি নিয়ে অসংখ্য কবিতা লিখলে একই ভাবনা ও অনুষঙ্গের পুনরাবৃত্তি ঘটার অবকাশ থাকে। তবে আবেগ ও আন্তরিকতাময় বর্ণনায় নিঃসন্দেহে পাঠক মুগ্ধচিত্তে তাঁর এই বইটি পড়ে তৃপ্ত হবেন। আবৃত্তি উপযোগী মোট ৫৮টি ছড়াপদ্য নিয়ে সাজানো বইটি শিশু-কিশোর পাঠকদের পাশাপাশি বড়োদের মনোজগতেও দেশ- ভাবনার রেশ ছড়িয়ে দেবে। প্রচ্ছদে গ্রন্থশিরোনামের সার্থকতা ফুটে উঠেছে। আমরা আশাবাদী বইটি সকল বয়সী পাঠকের কাছে সমাদৃত হবে।
হামিদা আনজুমান এর আমি জন্মেছি বাংলায় এখন পাচ্ছেন বইফেরীতে মাত্র 128.00 টাকায়। এছাড়া বইটির ইবুক ভার্শন পড়তে পারবেন বইফেরীতে। jonmechi-a-banglay by Hamida Anjumanis now available in boiferry for only 128.00 TK. You can also read the e-book version of this book in boiferry.