বিভিন্ন সময়ে পত্র-পত্রিকায় প্রকাশিত গাছপালা বিষয়ক বিচিত্র স্বাদের লেখাই জীবনের জন্য বৃক্ষ গ্রন্থে স্থান পেয়েছেন। সব লেখা গাছপালা-বিষয়ক হলেও তাতে স্বাদের ভিন্নতা রয়েছে। গবেষণা কিংবা নিরীক্ষাধর্মী কোনো লেখা এখানে স্থান পায়নি। বর্ণনা এবং তথ্যের মিশ্রণ ঘটেছে অধিকাংশ ক্ষেত্রে। তবে অজানা এবং অচেনা জগৎকে এখানে নিবিড়ভাবে পাওয়া যাবে। আছে দেশের অভিষিক্ত নতুন উদ্ভিদপ্রজাতির প্রসঙ্গ, কোন কোন গাছ থেকে রং তৈরি হয়, প্রচলিত ভুল থেকে উত্তরণের আহ্বান, নগরের দু®প্রাপ্য মালতীর সন্ধান, কনকচাঁপার রূপগন্ধের স্ততি, একদিনের ফুল পাদাউক নিয়ে নিজের অভিজ্ঞতা ইত্যাদি। প্রতিবেদন পর্বে কয়েকটি তথ্যবহুল প্রবন্ধও স্থান পেয়েছে। যার সিংহভাগ জুড়েই আছে বনায়নের নানান ত্র“টিবিচ্যুতির কথা। ঘুরে ফিরে এসেছে বন উজাড় ও তরুশোভার বিভিন্ন অনাকাড়িত প্রসঙ্গ। সব মিলিয়ে আগ্রহী পাঠকদের কৌতূহল কিছুটা হলেও মেটাবে বলে মনে করি। পাশাপাশি পাঠকদের মধ্যে সচেতনতাও বৃদ্ধি পাবে। গাছপালার প্রতি তৈরি হবে অনুরাগ। ‘জীবনের জন্য বৃক্ষ’ অনুরাগী পাঠকদের এক নিমিষেই নিয়ে যাবে এদেশের সুবজ-শ্যামলিমায়
মোকারম হোসেন এর জীবনের জন্য বৃক্ষ এখন পাচ্ছেন বইফেরীতে মাত্র 120.00 টাকায়। এছাড়া বইটির ইবুক ভার্শন পড়তে পারবেন বইফেরীতে। jiboner jonno brikhha by Mokaram Hossainis now available in boiferry for only 120.00 TK. You can also read the e-book version of this book in boiferry.