গভীর রাতে মালতীর ঘুম ভেঙ্গে যায় ৷ একদল কুকুর তারস্বরে ডাকছে ! আজ হঠাৎ কুকুরগুলোর কী হলো , এরা এমন ডাকছে কেন ! রাতে একবার ঘুম ভেঙ্গে গেলে সহজে আর ঘুম আসতে চায় না ৷ বিছানায় শুয়ে এপাশ ওপাশ করতে করতে তার মনে হয় আরমান হুট করে সেদিন চলে গেলো , আর কোন খবরও দিলো না ... নিজের উপর আবার রাগ হয় তার ৷ এমন তো না যে আরমানের সাথে ওর নিয়মিত কথা হয় ৷ হঠাৎ হঠাৎই তো কথা হয় , তাও দুই মিনিটের বেশি কখনও ফোনে কথা হয়নি ৷ তার সাথে তো মালতীর এমন কোন সম্পর্ক নেই যে আরমান তাকে তার প্রতি মুহূর্তের খবর জানাবে ! মালতীর মত মেয়ের সাথে আরমান কেন , কোন ছেলেরই এমন কোন গভীর সম্পর্ক হবার কথা না ! সব জেনে বুঝেও মন যেন কিছুই বোঝে না ৷ মাঝে মাঝে নিজের উপর এত বিরক্তি লাগে তার , মনে হয় নিজেকেই শেষ করে ফেলে হয়তো সব কষ্টের সমাপ্তি হবে ! একটা দীর্ঘশ্বাস ফেলে ঘুমাবার চেষ্টা করে সে আবার ৷ রাত জেগে জেগে অর্থহীন ভাবনা ভাবার বিলাসীতা করা তাকে মানায় না ৷ ঘুমাতে হবে , না ঘুমালে শরীর চলবে না ৷ মন না চললেও তাকে চালানো যায় , শরীর না চললে ক্ষতির পরিমানটা বেশি ৷ মানসিক ক্ষতির চেয়ে আর্থিক ক্ষতির ধাক্কাটা মালতীর জন্য বড় ৷ আকাশ কুসুম না ভেবে বরং মনটাকে আরও পাথর করাই ভালো ৷ শুয়ে শুয়ে মালতী ভাবে আর সে আরমানের কথা ভাববে না , কখনোই না ৷ আরমান ডাকলেও সে এড়িয়ে যাবে , না দেখতে দেখতে হয়ত মনটা একসময় বুঝবে সে যা চাচ্ছিলো তা শুধুমাত্রই কল্পনা , তার বাস্তব অস্তিত্ব নেই ৷ কিন্তু , আমরা যা ভাবি তাই কী হয় সবসময় ? মনটাকে আমরা ভাবি নিজের নিয়ন্ত্রনে থাকা অদৃশ্য বস্তু , কিন্তু এই অদৃশ্য বস্তুর ক্ষমতা সম্পর্কে আমরা জানি না , হয়ত জেনেও না জানার ভান করি ৷ তারপরও শেষ রক্ষা হয় না ৷ আমরা ধরা পরে যাই মনের ফাঁদে ৷
তামান্না জেনিফার এর যে শহরে বুনোফুলেদের বাস এখন পাচ্ছেন বইফেরীতে মাত্র 172.80 টাকায়। এছাড়া বইটির ইবুক ভার্শন পড়তে পারবেন বইফেরীতে। Je Shohore Bonofoleder Bas by Tamanna Jenifaris now available in boiferry for only 172.80 TK. You can also read the e-book version of this book in boiferry.