"জাহাঙ্গীরের আত্মজীবনী" বইটির প্রথম অংশের লেখাঃ
সম্রাট জাহাঙ্গীরের আত্মজীবনী ভারতের ইতিহাসের মহামূল্যবান এক বিষয়বস্তু। পৃথিবীর অন্যান্য সাম্রাজ্যের ইতিহাসে জাহাঙ্গীরের আত্মজীবনীর মতাে এমন জ্ঞানগর্ভকাহিনী নিতান্ত দুর্লভ। এই আত্মজীবনী ব্রিটিশ শাসনের পূৰ্ব্বকার ভারতবর্ষের সার্বিক অবস্থা, ভারতের সুখ-দুঃখ, আশা-নিরাশা, সফলতা-নিষ্ফলতা আমাদের চক্ষের সম্মুখে জাজ্বল্যমানরূপে আনয়ন করিয়াছে। সম্রাট জাহাঙ্গীর, যিনি যৌবনে যুবরাজ সেলিম নামে অভিহিত হইতেন, যেভাবে সফল এবং স্পষ্টভাবে আপনার দুষ্কর্ম এবং রাজ্য শাসন প্রণালীর বিষয় বিধৃত করিয়াছেন, তাহাতে তাহার যৌবনের পাপের গুরুত্ব কিয়ং পরিমাণে লাঘব হইয়াছে। তাহার বিশাল ম্রাজ্য-শাসনে তিনি যে সুন্দর প্রণালী অবলম্বন করিয়াছিলেন এবং প্রজার সুখ, সমৃদ্ধি বৃদ্ধি করিতে তিনি যে নীতির অনুসরণ করিয়াছিলেন, তাহার অনুশীলন যে আমাদের প্রাণে বিস্ময় এবং শ্রদ্ধার উদ্রেক করিবে, তাহাতে সন্দেহ নাই।
শ্রী কুমুদিনী মিত্র এর জাহাঙ্গীরের আত্মজীবনী এখন পাচ্ছেন বইফেরীতে মাত্র 140.00 টাকায়। এছাড়া বইটির ইবুক ভার্শন পড়তে পারবেন বইফেরীতে। Jahangirer Attomjiboni by Shree Kumudini Mitrais now available in boiferry for only 140.00 TK. You can also read the e-book version of this book in boiferry.