"জাগরী (রবীন্দ্র পুরস্কার প্রাপ্ত ১৯৫০)" বইটির শেষের ফ্ল্যাপ-এর লেখাঃ
রাজনৈতিক সংগ্রাম ও রাষ্ট্রচর্চার পর্যায়ভুক্ত। উপন্যাসসমূহের মধ্যে সতীনাথ ভাদুড়ীর ‘জাগরী কারাগারে বন্দি একজন স্বাধীনতা-সংগ্রামের যােদ্ধার। মৃত্যুমুহূর্তপ্রতীক্ষায় দুর্বিষহ, স্মৃতিভারাকুল ও কল্পনাজালবয়নে রুদ্ধশ্বাস, অন্তিম জীবনের। দুঃস্বপ্ন-বিভীষিকার এক অদ্ভুত ব্যঞ্জনাপূর্ণ ও আবেগতপ্ত চিত্র অঙ্কিত হইয়াছে। আসন্ন মৃত্যুসম্ভাবনা তাহার সমস্ত অনুভূতিকে এমন একাগ্র ও একলক্ষ্যাভিমুখী করিয়াছে যে, ইহারই টানে তাহার পূর্বজীবনের ইতস্তত-বিক্ষিপ্ত স্মৃতিসূত্রগুলি অনিবার্যভাবে এই সর্বগ্রাসী ভাবকেন্দ্রে সংহত হইয়াছে। মরণের অঙ্গুলিস্পর্শে জীবনের সমস্ত অভিজ্ঞতা, উহার বিচ্ছিন্ন খণ্ডাংশগুলি, উহার ভিন্ন ভিন্ন কক্ষে আবর্তিত আশা-কল্পনাসমূহ। নানা তারসমন্বিত বীণার ন্যায় এক দুঃসহ-করুণ, উদ্দাম-ক্ষুব্ধ সুরে বাজিয়া উঠিয়াছে। বৈপ্লবিক প্রচেষ্টার বহুমুখী কর্মোদ্যম, তরুণ-মনের বিচিত্র। স্বপ্নবিলাস, অসম্ভব আদর্শকে রূপ দিবার জন্য নানা অসম্পূর্ণ প্রয়াস, উত্তেজনার তরঙ্গে তরঙ্গে ছুটিয়া- চলা শক্তির অভিযান ও উহাকেও বহুদূরে ফেলিয়া। আগাইয়া-যাওয়া কল্পনার অভিসার জীবনের এই বিরাট প্রাবহ বিলােপের সংকীর্ণ গিরিসংকটে। প্রবেশােখ হইয়া এক দুর্দম, ফেনিল সংগীতােচ্ছাসে ছন্দিত হইয়াছে। বিপ্লবের বস্তুরূপটি মানবাত্মার অপ্রশমিত আর্তিত নিবিড় স্পর্শে একটি সূক্ষ্মতর ভাবসত্তা অর্জন করিয়াছে।
সতীনাথ ভাদুড়ী এর জাগরী এখন পাচ্ছেন বইফেরীতে মাত্র 255.00 টাকায়। এছাড়া বইটির ইবুক ভার্শন পড়তে পারবেন বইফেরীতে। Jagori by Sotinath Vaduriis now available in boiferry for only 255.00 TK. You can also read the e-book version of this book in boiferry.