আরেফিন মোহাম্মদ এর প্রথম কবিতার বই। প্রায় অর্ধশত কবিতার মাঝে আছে দারুণ কিছু টু-লাইনার (দুই লাইনের কবিতা) এবং মাঝারি দৈর্ঘ্যের আরও কিছু দুর্দান্ত কবিতা। লেখক নিজের অনুভূতি প্রকাশে অকপট ও সরল। আমাদের চারপাশের ভাষা তার কবিতায়।
পাঠকদের জন্য এখানে থাকলো একটি দুই লাইনের কবিতা এবং বইয়ের শিরোনামের কবিতাটি-
কাজল
চোখে কাজল দিও না, প্লিজ!
আমাদের নফসের উপর জুলুম হয়।
ইন্টারের মাইয়ার লগে প্রেম
ইন্টারের মাইয়ার লগে প্রেমে কোনো পলিটিক্স থাকে না
কোনো সিউডো-ইন্টেলেকচুয়ালিজম চলে না এইখানে
মার্ক্স, ফুকো, দেরিদা যেন অচল পয়সা!
বার্লিন ওয়ালও আইসা চুরচুর কইরা ভাইঙ্গা পড়ে
ইন্টারের মাইয়ার প্রেমের সামনে!
ইন্টারের মাইয়ার প্রেমে কোনো পাটিগণিত নাই
নাই কোনো সিকিউরিটি মানি, গ্রাচুইটি, ঈদ বোনাসও।
গাঙের ঢেউয়ের মতো
সে খালি কইতে জানে- কবুল, কবুল।
ইন্টারের মাইয়ার প্রেম ভেক্টর রাশি বুঝে না
তার প্রেমে কোনো ডার্কওয়ার্থ-লুইস পদ্ধতি নাই।
ইন্টারের মাইয়ার প্রেম শুধু একটা কথাই জানে-
তুমি আর আমি ছাড়া এই গ্রহে কেউ নাই!
ইন্টারের মাইয়ার প্রেমে কোনো খাদ নাই
আর্কিমিডিসের মতো
সে চিক্কুর দিয়া জানান দেয়- ইউরেকা, ইউরেকা!
ইন্টারের মাইয়ার প্রেম
সক্রেটিসের মতো হাসতে হাসতে বিষ খায়
'রাইট ভাইদের' মতো বিমানের নকশা আঁকে
জগদীশের মতো গাছের মইধ্যেও
জান আবিষ্কার কইরা ফেলে
ইন্টারের মাইয়ার প্রেম!
ইন্টারের মাইয়ার প্রেম জীবনের সরল সুদকষা জানে না
মানে না ঘর, দেয়াল, বিত্ত, পরম্পরা।
ইন্টারের মাইয়ার প্রেম শুধু জানে
গাঙের ঢেউয়ের মতো কলকলাইয়া কইতে-
কবুল, কবুল!
ইন্টারের মাইয়ার প্রেম মানেই
ইউটোপিয়া, ইউফোরিয়া!
ইন্টারের মাইয়ার প্রেম মানে-
আগার ফেরদাউস বার রোয়ে জামিন আস্ত-
হামিন আস্তো, হামিন আস্তো, হামিন আস্তো।
বড় হইয়া আমি তাই কোনো এক
ইন্টারের মাইয়ার লগেই প্রেম করবো।
Arefin Mohammod এর ইন্টারের মাইয়ার লগে প্রেম এখন পাচ্ছেন বইফেরীতে মাত্র 144.00 টাকায়। এছাড়া বইটির ইবুক ভার্শন পড়তে পারবেন বইফেরীতে। Interer Maiyar Loge Prem by আরেফিন মোহাম্মদis now available in boiferry for only 144.00 TK. You can also read the e-book version of this book in boiferry.