বললাম বটে যে, এই কাহিনী আমার বানানাে, কিন্তু আমাদের জীবনে এ-রকম ঘটনা যে ঘটে না, তা নয়। এই তাে বছর দুয়েক আগে আমাদের সহকর্মী সুমনা শারমীনের কাছে একটা ফোন এল। ফোন করলেন দেশের একজন বিখ্যাত ব্যক্তি। তিনি বললেন, আমার ছেলের জন্যে একটা মেয়ে দেখাে, বাঙালি ঘরানার মেয়ে, ছেলে আমার খুবই ভালাে, খুব সুন্দর দেখতে, বিদেশে থাকে, ভালাে চাকরি করে, তবে কথা কি , ছেলে আমার বেশি দিন বাচবে না। সব জেনেশুনে আমার ছেলেকে ভালােবেসে বিয়ে করবে, এ রকম একটা বাঙালি মেয়ে কি পাওয়া যাবে না? | প্রেমের গল্প লেখার সময় আমি লক্ষ্য রাখি, যেন তা একই সঙ্গে জীবনের গল্প আর সম্ভব হলে ফঁাদের গল্প হয়ে ওঠে। মার্কেজ সম্পর্কে আলােচনা করতে গিয়ে হাসান আজিজুল হক বলেছিলেন, 'মানুষ এক ফাঁদ থেকে আর এক ফাঁদে পা দিচ্ছে, তারপর এক সময় পুরােপুরি আটকে পড়ছে। ইতিহাসের ফাঁদ, অর্থনীতির ফাঁদ, সাম্রাজ্যবাদের ফাঁদ, ভাগ্যের চাকার ফাঁদ, সম্পূর্ণ নির্দোষের অজানা ফাঁদ- আর সেই বিশাল মহাদেশীয় ফাঁদ যার হাত থেকে নিস্তার নেই আজকের পৃথিবীর কারও।' আমার এ গল্পে ভাগ্যের ফাঁদ আর সম্পূর্ণ নিদোষের অজানা ফাদের পাশাপাশি আরেক ফাদ আছে, স্বরচিত ভালােবাসার ফাদে স্বেচ্ছায় ঢুকে পড়া।
হৃদিতা সাপ্তাহিক ২০০০-এর ঈদসংখ্যা ২০০১-এ বেরিয়েছে, কিন্তু স্থানাভাবে প্রায় অর্ধেকটাই তাতে ছাপা হতে পারেনি। আমি জানি পাঠকেরা সব সময় বড় উপন্যাস চান, প্রকাশকেরাও তাই, কিন্তু পত্রিকা-সম্পাদকেরা খুশি হন ছােটয়। এ বইয়ে পুরােটাই রাখা গেল একসঙ্গে।
আনিসুল হক এর হৃদিতা এখন পাচ্ছেন বইফেরীতে মাত্র 225.00 টাকায়। এছাড়া বইটির ইবুক ভার্শন পড়তে পারবেন বইফেরীতে। Hridita by Anisul Hoqueis now available in boiferry for only 225.00 TK. You can also read the e-book version of this book in boiferry.