মুহাম্মাদ আল্লাহর রাসূল আর যারা তাঁর সাথে ঈমান এনেছে তারা কাফেরদের প্রতি কঠোর, নিজেদের মাঝে পরস্পর সহানুভূতিশীল। আল্লাহর অনুগ্রহ ও সন্তুষ্টি কামনায় আপনি তাদেরকে রুকু ও সেজদারত দেখবেন। তাদের মুখমণ্ডলে রয়েছে সেজদার চিহ্ন। তাওরাতে তাদের অবস্থা এরূপ এবং ইঞ্জিলে তাদের এরূপ অবস্থা উল্লেখ রয়েছে। তাদের দৃষ্টান্ত যেমন ক্ষেত যা তার চারা উৎপন্ন করল। তারপর তাকে শক্ত করল। তারপর তা মােটা হল। তারপর তা নিজ কাণ্ডের ওপর এভাবে দাঁড়িয়ে গেল যে, তা চাষীদের আনন্দ দেয়। যেন তিনি তাদের দ্বারা কাফেরদের অন্তরজ়ালা সৃষ্টি করেন। আর তাদের মধ্যে যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে, আল্লাহ তাদের সঙ্গে ক্ষমার ও বিরাট সওয়ারের ওয়াদা করেছেন।
... সূরা ফাতাহ -২৯
মাওলানা নাসীম আরাফাত এর হযরত মু’আবিয়া রা. জীবন চরিত এখন পাচ্ছেন বইফেরীতে মাত্র 60.00 টাকায়। এছাড়া বইটির ইবুক ভার্শন পড়তে পারবেন বইফেরীতে। Hajrat Muabia R Jibonchorito by Mawlana Nasim Arafatis now available in boiferry for only 60.00 TK. You can also read the e-book version of this book in boiferry.