গতিময় অর্থনীতি: নির্বাচিত প্রবন্ধ সংকলন (২০২১) গত এক যুগে অর্থনীতির দ্রুত রূপান্তরের গতিময়তা দৃশ্যমান। সব ক্ষেত্রেই পরিবর্তন দ্রুত ঘটে চলেছে। সাফল্যের স্বীকৃতি দেশে-বিদেশে সোচ্চার উচ্চারিত। তবু চাওয়া পাওয়ার সংকট আছে। সামষ্টিক স্থিতিশীলতা সত্ত্বেও নিম্নবিত্ত, মধ্যবিত্তের প্রত্যাশা বেড়েছে, আকাঙ্ক্ষা আকাশছোঁয়া। তাই অর্থনীতি ব্যবস্থাপকদের দুশ্চিন্তা ও শিরঃপীড়া কম নেই। একজন পরিকল্পক হিসেবে অর্থনীতির বিভিন্ন ইস্যুতে নিজস্ব পর্যবেক্ষণ, বিশ্লেষণ এবং সেই ভিত্তিতে মাঠ অভিজ্ঞতায় কিছু মত, কিছু প্রত্যয়, কিছু পরামর্শ রয়েছে; যা এই সংকলনের বিভিন্ন নিবন্ধে উচ্চারিত ও প্রকাশিত হয়েছে। কলামিষ্ট হিসেবে দীর্ঘ তিন যুগের অধিক সময় দেশের নেতৃস্থানীয় পত্রিকাগুলোয় অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক ও পরিবেশগত বিরূপতা মোকাবিলায় তত্ত্ব ও তথ্য ভিত্তিক বিশ্লেষণী প্রায় পাঁচ শতাধিক উপ-সম্পাদকীয়/প্রধান নিবন্ধ, সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে। এগুলোর মধ্যে বাছাইকৃত নিবন্ধ নিয়ে এর আগেও ১২টি সংকলিত গ্রন্থ প্রকাশিত হয়েছে। সর্বশেষ গত দুই বছরের বাছাইকৃত আশাজাগানিয়া নিবন্ধগুলো নিয়ে বর্তমান গ্রন্থ। এতে নির্বাচিত নিবন্ধ সংখ্যা ৪৮টি। সুনির্দিষ্ট অভীষ্ট লক্ষ্যমাত্রা নিয়ে পরিকল্পিতভাবে গত একযুগ দেশের অর্থনীতি পরিচালিত হয়েছে। তাঁরই প্রতিফলন নিম্ন আয়ের দেশ থেকে নিম্ন মধ্যম আয়ের দেশ ও স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে রূপান্তর। গত এক যুগে বাংলাদেশ উচ্চতর প্রবৃদ্ধি অর্জনের যুগে প্রবেশ করেছে। মাথাপিছু আয় ২০০৮-০৯-এর ৭৫৯ মার্কিন ডলার থেকে ২২২৭ (২০২০) ডলারে উন্নীত হয়েছে। এই অভূতপূর্ব ইতিবাচক রূপান্তরের কালে অর্থনৈতিক পথ যাত্রায় একজন অংশগ্রহণকারী কুশীলব হিসেবে আমার দেখা পর্যবেক্ষণে সংকট, প্রত্যাশা এবং পরিস্থিতি মোকাবিলায় কৌশল এবং সমাধানে মন্তব্য, বাছাইকৃত নিবন্ধসমূহে পাওয়া যাবে। অর্থনীতিবিদ ও সমাজ অনুসন্ধিৎসু সবাই অর্থনৈতিক পথ পরিক্রমায় তথ্য-উপাত্ত ভিত্তিক বস্তুনিষ্ঠ এই উপস্থাপনাগুলো উপভোগ করতে পারবেন। কোনো কোনো ক্ষেত্রে একমত হয়ে এবং একমত না হয়েও। দ্রুত ধাবমান সময়ের চিন্তা-চিহ্ন হিসেবে নিবন্ধগুলো এই সময়ের ছাপ হিসেবে থেকে যাবে। গবেষণা ও বিশ্লেষণে বর্তমান ও উত্তর প্রজন্ম নিবন্ধগুলো থেকে উপকৃত হবেন এ বিশ্বাস ও প্রত্যয় আমার রয়েছে। বিশেষভাবে অর্থনীতি ও রাজনৈতিক অর্থনীতি বিষয়ে আগ্রহী ছাত্র-ছাত্রীদের নিকট বইটি প্রাসঙ্গিক বিবেচিত হবে। একটি সমাজ হিতৈষী প্রকাশনা সংস্থা 'আলোঘর' এই গ্রন্থটি প্রকাশনায় এগিয়ে আসায় অভিনন্দন ও ধন্যবাদ জ্ঞাপন করছি। নিবন্ধকার হিসেবে এই গ্রন্থের বহুল প্রচার অবশ্যই কামনা করি। লেখক: ঢাকা, জুন ২০২১
ড. শামসুল আলম এর গতিময় অর্থনীতি এখন পাচ্ছেন বইফেরীতে মাত্র 680.00 টাকায়। এছাড়া বইটির ইবুক ভার্শন পড়তে পারবেন বইফেরীতে। Gotimoy Orthoniti by Dr. Shamsul Alomis now available in boiferry for only 680.00 TK. You can also read the e-book version of this book in boiferry.