নামটাই অদ্ভুত-ঘুম ভেঙে দেখি কচ্ছপ হয়ে গেছি। বইটির প্রচ্ছদওটা অনেকটা আলাদা। সব ছাড়িয়ে যেটা উজ্জল হয়ে উঠেছে, সেটা হলো-এই বইয়ের গল্পগুলো। যদিও ১৩টা গল্পের মাত্র তিনটি গল্প পড়ার সুযোগ পেয়েছি আমি। এবং প্রথম গল্পটা বইয়ের নামে-‘ঘুম ভেঙে দেখি কচ্ছপ হয়ে গেছি’।
গল্পটা পড়া শুরু করতেই মনে পড়ে যাবে কাফকার সেই বিখ্যাত ‘মেটামরফসিস’ গল্পটার কথা। তারপর আপনি পড়তে শুরু করবেন, থামতে পারবেন না আর। শাহরিয়ার মাসুম অন্যরকমভাবে একটা স্যাটায়ার বা বিদ্রƒপাত্মক গল্প লিখেছেন। আপনি পড়বেন আর থামবেন, ভাববেন-আরে, এটা তো আমাদের গল্প, আমাদের সময়ের গল্প, আমাদের দেশের মানুষের গল্প!
গল্প শেষে রেশ আর কাটবে না আপনার।
‘তেলাপোকার জবানবন্দি’ গল্পটা পড়তে পড়তেই আপনার মনে হবে, এই তেলপোকা আর কেউ নন-আপনি, অথবা আপনার পাশের জন। এই গল্পের যে ব্যাপারটা সবচেয়ে চমৎকার-সংলাপ। কথার পিঠে কথা, চমৎকার যুক্তি আর জবাব।
গভীরভাবে ভাবাবে আপনাকে গল্পটা।
যারা চাকরিজীবি, তারা ‘বেতনের ঠিকানায় উড়োচিঠি’ গল্পটা পড়েই ভাববেন-এভাবে আপনারাও কখনো ভাবেননি। চিরায়ত বা চিরাচরিত এক ব্যাপার, যা ঘটে আসছে অনেকদিন হলো। আপনি হাসবেন, মন খারাপ করবেন, তারপর এটা মেনে নেবেন-এটাই জীবন, এভাবেই যাপিত সময়!
শাহরিয়ার মাসুম নতুন গল্পকার, নতুন লেখক। কিন্তু তার লেখায় আনাড়িপনা বেশ কম। একটু চেষ্টা করলে, আরো একটু আন্তরিক হলে আরো ভালো লিখতে পারবেন তিনি।
তার সাফল্য কামনার সঙ্গে সঙ্গে আমি এটাও দৃঢ়ভাবে চাই-যত বাঁধাই আসুক, লিখবেন তিনি, লিখে যাবেন অবিরত।
শুভকামনা ও অভিনন্দন।
সুমন্ত আসলাম
শাহরিয়ার মাসুম এর ঘুম ভেঙে দেখি কচ্ছপ হয়ে গেছি এখন পাচ্ছেন বইফেরীতে মাত্র 112.50 টাকায়। এছাড়া বইটির ইবুক ভার্শন পড়তে পারবেন বইফেরীতে। Ghum Venge Dekhi Kocchop Hoy Gechi by Shahriar Masumis now available in boiferry for only 112.50 TK. You can also read the e-book version of this book in boiferry.