ভুক্তি শিরােনাম ও উপ-শিরােনাম বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ-এর ব্যবহার পাঠকবর্গের জন্য সহজবােধ্য করতে সর্বপ্রকার যত্ন নেয়া হয়েছে। এর সকল ভুক্তি বর্ণানুক্রমে সাজানাে হয়েছে। অনেক ভুক্তির বর্ণনাতেই উপ-শিরােনাম বা উপ-উপশিরােনাম রয়েছে। উপ-শিরােনামের ক্ষেত্রে ইটালিকস বােল্ড এবং উপ-উপশিরােনামের ক্ষেত্রে সাধারণ ইটালিকস ব্যবহার করা হয়েছে। ক্রস রেফারেন্স ও অন্যান্য সহায়িকা। পাঠকদের সুবিধার্থে কোনাে ভুক্তির বিষয়বস্তুর সঙ্গে সম্পর্কযুক্ত কোনাে ভুক্তি থাকলে, তা দেখুন’ দ্বারা নির্দেশিত হয়েছে । বেশকিছু ক্ষেত্রে ভুক্তির শেষে তথ্যসূত্র সংযােজিত হয়েছে। বিশেষভাবে লক্ষণীয় যে, প্রতিটি ভুক্তির বর্ণনাতেই বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ-এ অন্যত্র ভুক্তি হিসেবে বর্ণিত হয়েছে এমন অনেক শব্দ, ধারণা, নাম বা ঘটনার উল্লেখ আছে এবং সেগুলাে যথাবিহিত নির্দেশিত হয়েছে (যেমন, টুঙ্গিপাড়া উপজেলা' শিরােনামের ভুক্তিতে আছে, বঙ্গবন্ধুর সাতই মার্চের ভাষণ-এর পর অসহযােগ আন্দোলন-এর উত্তাল দিনগুলােতেই টুঙ্গিপাড়া ও তার পার্শবর্তী এলাকায় মুক্তিযুদ্ধের পটভূমি রচিত হয়)। এর ফলে পাঠকগণ বর্ণনাক্রমিক ধারায় তাদের নির্দিষ্ট বিষয় পাঠ করতে গিয়ে সংশ্লিষ্ট প্রায় সবকিছু সম্পর্কে সহজে তথ্যানুসন্ধানের সুযােগ পাবেন। চিত্রসজ্জা ও মানচিত্র বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ-এর ভুক্তিগুলাে সম্পর্কে সুস্পষ্ট ধারণা দিতে ব্যাপকভাবে ছবি, মানচিত্র ইত্যাদি ব্যবহার করা হয়েছে । এ সবের সংখ্যা তিন হাজারেরও বেশি এবং ছবিগুলাে সবই মুক্তিযুদ্ধভিত্তিক । প্রায় সকল জীবনী-বৃত্তান্তে সংশ্লিষ্ট ব্যক্তির ছবি রয়েছে । রঙিন ছবি পাওয়া না যাওয়ায় সাদাকালাে ছবি ব্যবহার করতে হয়েছে। বাংলাদেশের সকল উপজেলার মানচিত্র এতে স্থান পেয়েছে এবং ঐসব মানচিত্রে জেলা, উপজেলা, ইউনিয়ন ও পৌরসভা সদর, গণহত্যা/গণকবর/বধ্যভূমি, যুদ্ধ/অপারেশন, স্মৃতিসৌধ/স্মারক ভাস্কর্য ইত্যাদি চিহ্নিত করা হয়েছে। ভুক্তিভুক্ত ব্যক্তিবর্গের নাম এক্ষেত্রে আমাদের দেশের রেওয়াজ অনুসরণ করা হয়েছে; যেমন আবু ওসমান চৌধুরী অর্থাৎ নামের ব্যবহার অপরিবর্তিত থেকেছে। লেখকের নাম প্রতিটি ভুক্তির শেষে ঐ ভুক্তির লেখকের নাম পূর্ণরূপে দেয়া হয়েছে। কোনাে ভুক্তির একাধিক লেখক হলে তাদের নাম পরপর দেয়া হয়েছে। তারিখ। আন্তর্জাতিক হিসাবের সঙ্গে সঙ্গতি রেখে বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ-এ সন-তারিখ উপস্থাপনে বাংলা পঞ্জিকা অনুযায়ী সেগুলােকে গ্রেগরিয়ান তথা নতুন আন্তর্জাতিক পঞ্জিকার তারিখে রূপান্তর করে বসানাে হয়েছে । 0 জেলা সমন্বয়ক ও লেখক তালিকার জন্য ১০ম খণ্ড দ্রষ্টব্য D উপজেলা হানাদারমুক্ত হওয়ার তারিখের জন্য ১০ম খণ্ড দ্রষ্টব্য
ড. হারুন-অর-রশিদ এর বাংলাদেশের মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ১০খণ্ড একত্রে (সেট) এখন পাচ্ছেন বইফেরীতে মাত্র 10200.00 টাকায়। এছাড়া বইটির ইবুক ভার্শন পড়তে পারবেন বইফেরীতে। Encyclopedia of Bangladesh War of Liberation 10 Part Set by Dr. Harun-Or-Rashidis now available in boiferry for only 10200.00 TK. You can also read the e-book version of this book in boiferry.