টার্কিশ ডিলাইট
প্রথমবার তুরস্ক গিয়ে খুব বিপদে পড়েছিলাম। যাবার আগে, এক বন্ধু বলে দিলে, অবশ্যই ক্যাবারে যাবি। "গুরু" সিনেমায় "মাইয়া মাইয়া" ড্যান্স দেখসিলি না? সামনাসামনি দেখলে, রক্ত পানি হয়ে যাবে, সে নাচ দেখে.. আর যাবার পরে, এমন অবস্থা যে হােটেল ভাড়াই দিতে পারি না। রাতে এয়ারপাের্ট না রেলস্টেশন কই থাকা নিরাপদ সেই চিন্তা করি। ক্যাব না নিয়ে মাইলের পর মাইল হাটি! আমার প্রেমিকা "ঋ, যাবার আগে ওকে জিজ্ঞেস করেছিলাম, তােমার জন্যে কি আনবাে? - "আমিতাে তেমন কিছু চিনি না, আচ্ছা, আমার জন্যে টার্কিশ ডিলাইট এনাে", অনেক আগে আমরা দুজন মিলে একটা টার্কিশ সিনেমা দেখেছিলাম। সেই সিনেমার নাম ও তারকিশ ডিলাইট। নায়িকাটা দেখতে খুব জোস। আমি ওকে খেপাচ্ছিলাম! নায়ক টাও সুন্দর, ও আমাকে পালটা খেপাচ্ছিল। একটা সময় বললাম, আচ্ছা, নায়কটা তােমাকে দিয়ে দিলাম, নায়িকা আমার! এই কথা শুনে তার কি ভীষণ মন খারাপ। রাগ! বহু কষ্টে ঠাণ্ডা করতে হলাে! "তুমি আর কারাে নও, শুধুই আমার, অন্য কারাে হতে চাইলে আমি তােমাকে মেরে ফেলবাে"
অরিত্র এর এলোমেলো কথামালা এখন পাচ্ছেন বইফেরীতে মাত্র 150.00 টাকায়। এছাড়া বইটির ইবুক ভার্শন পড়তে পারবেন বইফেরীতে। Elomelo Kothamala by Aritrais now available in boiferry for only 150.00 TK. You can also read the e-book version of this book in boiferry.