১১ জন কীর্তিমান মানুষের কথা। শেরে বাংলা আবুল কাশেম ফজলুল হক অবিভক্ত বাংলার প্রধানমন্ত্রী, বিখ্যাত লাহোর রেজুলুশনের প্রস্তাবক, গণমানুষের রাজনীতিবিদ, প্রান্তিক মানুষের স্বজন, ভূমি সংস্কার ও ঋণ সালিশির অগ্রনায়ক, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বহু শিক্ষা প্রতিষ্ঠান সৃষ্টির উদ্যোক্তা।
প্রফুল্লচন্দ্র রায় কত বড় বিজ্ঞানী, কত গুরুত্বপূর্ণ শিল্প উদ্যোক্তা- এ প্রশ্নকে তুচ্ছ জ্ঞান করে রাজশেখর বসু সামনে নিয়ে এলেন : তিনি কত বড় মানুষ সে প্রশ্ন।
২০১৮ সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন দুজন শীর্ষস্থানীয় মার্কিন অর্থনীতিবিদ উইলিয়াম নর্ডহাউস ও পল রোমার।
উপমহাদেশের ইতিহাসের প্রায় শতবর্ষী বিশ্বস্ত সাক্ষী কুলদীপ নায়ার, বাংলাদেশেরও তিনি প্রিয় বন্ধু ।
অন্য দেশের মহারথীরা যখন রকফেলারের সঙ্গে দেখা করতে আসতেন, তাদের কথার ধরন বলে দিত যেন তারা আমেরিকার প্রেসিডেন্টের সঙ্গে কথা বলছেন। রকফেলারের শিক্ষা : তালাক ও রাজনীতি দুই-ই ব্যয়বহুল। পূর্ব পাকিস্তানে ব্যবহারের জন্য মার্কিন বন্দর থেকে জাহাজে উঠানো হচ্ছে অস্ত্র ও রসদ- একাত্তরে একজন এডওয়ার্ড কেনেডি দাঁড়িয়ে গেলেন বাংলাদেশের পক্ষে।
একাত্তরের একজন পাকিস্তানি বন্ধু আসগর খান বলেন, দেশ বিপর্যয়ের যে প্রান্তে এসে পৌঁছেছে, সেখান থেকে ফিরতে হলে অবিলম্বে সংখ্যাগরিষ্ঠ দলের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে।
মহাত্মা গান্ধীর নিহত হবার সংবাদ পেয়ে বৈজ্ঞানিক আলবার্ট আইনস্টাইন লিখেলেন : তিনি তাঁর নিজের নীতির বলি হয়েছেন- অহিংসার নীতি। জননেতা নেলসন ম্যান্ডেলার জীবনের মূল সময়টাই কেটেছে কারাগারে। ২৮ বছরের বন্দিজীবনের ১৮ বছর কেটেছে রোবেন আইল্যান্ড প্রিজনের ডাবল লকের ভেতর।
ওয়ারেন হেস্টিংসের একটি স্মরণীয় উক্তি : আমি ভারতকে আমার নিজের দেশের চেয়ে একটু বেশি ভালোবাসি। ওয়ারেন হেস্টিংস ভালো বাংলা জানতেন। উর্দু ও ফার্সিতে দাপ্তরিক কাজ চালিয়ে যাবার মতো দক্ষতা তার ছিল। তিনি সংস্কৃত ভাষার পুনরুজ্জীবনের উদ্যোগ নিয়েছিলেন।
এম. এ. মোমেন এর এগার পুরুষ এখন পাচ্ছেন বইফেরীতে মাত্র 280.00 টাকায়। এছাড়া বইটির ইবুক ভার্শন পড়তে পারবেন বইফেরীতে। egaro purush by M. A. Momenis now available in boiferry for only 280.00 TK. You can also read the e-book version of this book in boiferry.