"ডাবল স্ট্যান্ডার্ড ২.০" বইয়ের পিছনের কভারের লেখা:
আমি মুসলিম পুরুষদের দোষ দিই। এই উপমহাদেশে ইসলাম আসার পর আমরা নিম্নবর্ণের হিন্দুরা তার ছায়াতলে এসেছি। বিশাল হিন্দু জনগােষ্ঠীর মাঝে মুষ্টিমেয় মুসলিম ব্যক্তি জীবনে ইসলামকে ধারণ করেছে ঠিকই, কিন্তু পারিবারিক জীবন, সমাজ জীবনে হিন্দুয়ানি স্বভাব ছাড়তে পারিনি। বরং বংশ পরম্পরায় সেই মানসিকতা বয়ে চলেছি, শিখিয়েছি সন্তানদের। প্রজন্মে প্রজন্মে আমাদের বিধবারা বাকি জীবন শাদা শাড়ি পরেছে, কন্যা সন্তানকে নীচু নজরে দেখা হয়েছে, পণের নাম হয়েছে যৌতুক, শ্রাদ্ধের নাম হয়েছে কুলখানি-চল্লিশা, প্রতিমাপূজার জায়গা নিয়েছে মাজার বা পঞ্চপীরের। আমি একে বলি হিন্দুয়ানি ইসলাম'। যার যাঁতাকলে পিষ্ট হয়েছে আমাদের মেয়েরা। ইসলাম যে মর্যাদার, প্রশান্তির, আরামের আর সার্থকতার জীবন। নারীকে দিয়েছিল, আমাদের হিন্দুয়ানি মুসলিম সমাজ তা আমাদের নারীদের দিতে পারেনি, মানে দেয়নি। পশ্চিমা সমাজ কিন্তু নারীবাদের ঝলমলে সােনার খাঁচা ঠিকই তাদের কাছে। পৌছে দিয়েছে স্যাটেলাইটের মাধ্যমে। আমরা আমাদের নিজ ঘরের মেয়েদের কাছে ইসলামের মুক্তির ডাক পৌছতে পারিনি। ফল হিসেবে চোখ ধাঁধানাে শিশিরবিন্দুতে ধোঁকা খেয়ে পশ্চিমা মাকড়সার জালে ঝাঁকে ঝাঁকে ছটফট করছে আমাদের প্রজাপতিরা৷ সেই পুরুষজাতিগত অপরাধবােধ থেকে বইটা লেখা।
Double Standerd 2.0,Double Standerd 2.0 in boiferry,Double Standerd 2.0 buy online,Double Standerd 2.0 by Dr. Shamsul Arafin,ডাবল স্ট্যান্ডার্ড ২.০,ডাবল স্ট্যান্ডার্ড ২.০ বইফেরীতে,ডাবল স্ট্যান্ডার্ড ২.০ অনলাইনে কিনুন,ডা. শামসুল আরেফীন এর ডাবল স্ট্যান্ডার্ড ২.০,9789848041574,Double Standerd 2.0 Ebook,Double Standerd 2.0 Ebook in BD,Double Standerd 2.0 Ebook in Dhaka,Double Standerd 2.0 Ebook in Bangladesh,Double Standerd 2.0 Ebook in boiferry,ডাবল স্ট্যান্ডার্ড ২.০ ইবুক,ডাবল স্ট্যান্ডার্ড ২.০ ইবুক বিডি,ডাবল স্ট্যান্ডার্ড ২.০ ইবুক ঢাকায়,ডাবল স্ট্যান্ডার্ড ২.০ ইবুক বাংলাদেশে
ডা. শামসুল আরেফীন এর ডাবল স্ট্যান্ডার্ড ২.০ এখন পাচ্ছেন বইফেরীতে মাত্র 274.40 টাকায়। এছাড়া বইটির ইবুক ভার্শন পড়তে পারবেন বইফেরীতে। Double Standerd 2.0 by Dr. Shamsul Arafinis now available in boiferry for only 274.40 TK. You can also read the e-book version of this book in boiferry.
ধরন |
হার্ডকভার | ২৯৬ পাতা |
প্রথম প্রকাশ |
2020-02-02 |
প্রকাশনী |
সত্যায়ন প্রকাশন |
ISBN: |
9789848041574 |
ভাষা |
বাংলা |
ক্রেতার পর্যালোচনা
1-1 থেকে 1 পর্যালোচনা
-
পর্যালোচনা লিখেছেন 'Ayesha Shiddika'
📓প্রারম্ভিকঃ
পেট আর লজ্জাস্থানের চাহিদা পূরণে আদিপর্ব থেকেই মানবজাতির ‘লোভ’ নামক প্রথম পাপের বলি হয়েছে তারা নিজেরাই। যখন থেকে স্রষ্টার সৃষ্ট ফিতরাত বা আমাদের সহজাত প্রবৃত্তিকে ছাপিয়ে তাঁর দেয়া ফিতরাতি বিধান থেকে সরে লোভের বর্শবর্তী হয়ে আমরা আক্বলকে (মানবীয় বুদ্ধি) প্রাধান্য দিয়েছি, নিজেদের স্বার্থে ফিতরাত বিরোধী হয়ে বুদ্ধিবৃত্তির দ্বারা নিজেরাই আইন আর চলার পথ তৈরি করে নিয়েছি, তখন থেকেই শান্তি-শৃংখলার বিপরীতে উৎপত্তি ঘটেছে সংঘর্ষ আর বিশৃঙ্খলার।
পূর্বেকার যুগে বিভিন্ন সভ্যতায় নারীদের অত্যাচার ও নির্যাতনের মাধ্যমে দমিয়ে রাখার অজস্র বর্ণনা ইতিহাসে আছে। এখনো ইউরোপ-আমেরিকাসহ আধুনিক বিশ্বে তাদের দমিয়েই রাখা হচ্ছে, তবে তা নতুন বুদ্ধিবৃত্তিক মাত্রায়।
নারী স্বাধীনতা-নারী ক্ষমতায়ন-নারী সমতা- নারীশিক্ষা ইত্যাদির মতো অস্পষ্ট এবং লুকায়িত উদ্দেশ্যপ্রণোদিত বুলি দিয়ে এ যুগে চলছে নারীর সহজাত প্রবৃত্তির বিপরীতে তাদের দমনের আধুনিক পর্ব। একালে এসব কিছুর জন্ম দুজায়গা থেকে:
১. লোভী পুঁজিবাদীদের চক্রান্ত
২. মানববুদ্ধির ছায়াতলে আশ্রয় নেয়া জীবনের ভুল দর্শনে দীক্ষিত ইউরোপীয় চিন্তাচেতনা।
📕বই স্বরূপ
স্বগোত্রীয় (ক্যাডেট) ডা. শামসুল আরেফীন ভাইয়ের লিখা ডাবল স্ট্যান্ডার্ড ২.০ বইটিতে তিনি নারীদের নিয়ে এ সকল বোধ ও চিন্তার যৌক্তিক, তথ্যসমৃদ্ধ ও বৈজ্ঞানিক বিশ্লেষণের মাধ্যমে এর স্বরূপ তুলে ধরেছেন। ছয়টি চ্যাপ্টারে ঠাসা বইটিতে উপন্যাসের ধাঁচে নারীর স্বাধীনতা, ক্ষমতায়ন, সমতা, শিক্ষা- বিষয়গুলোকে কালির দক্ষ আঁচড়ে গল্পায়িত করেছেন। স্রষ্টার সৃষ্ট ফিতরাতের যে দ্বীন বা তাঁর দেয়া জীবনব্যবস্থা, ইসলাম, সে দৃষ্টিকোণ থেকে পুরো ব্যাপারটিকে দর্শন ও ইতিহাস উভয় কষ্টিপাথরেই যাচাই করে দেখিয়েছেন। ছোট ছোট পরিসরে লেখনীতে আরো উঠে এসেছে বর্তমান বিশ্বব্যবস্থা এবং ইসলামের অন্যান্য দিক আর মাত্রা।
আরো উত্তর করেছেন, ‘ইসলাম যদি স্রষ্টা প্রদত্ত সমাধান বা ব্যবস্থাই হয়, তবে দর্শন, যুক্তি কিংবা তত্ত্বগত দিক ছাড়া বাস্তব বা ঐতিহাসিকভাবে ইসলাম নারীদের কিভাবে পরিচালনা করেছে?’ ‘এ যুগে এসে কেন তবে ভারত উপমহাদেশ তথা মুসলিম বিশ্বেই নারীদের এ করুণ অবস্থা?’ ‘ইসলাম কি এ ফাটলের জন্য দায়ী?’
📘পাঠ অনুভূতি
যুক্তি, দর্শন আর ইতিহাসের কাঠখোট্টা তত্ত্ব আর তথ্যকে নিপুণভাবে সাহিত্যের আলপনায় অলঙ্কৃত এবং সবার কাছে গ্রহণযোগ্য করে তোলা হয়েছে বইটিতে। তবে প্রথমদিকটায় একটু একঘেয়ে লাগলেও, পড়তে পড়তে প্রচণ্ড আগ্রহবোধ জমে গিয়েছিল; যার পরিণতি- এক বৈঠকেই পড়া শেষ। টীকা সংযোজনে কিছু ভুল চোখে পড়েছে। আর বইয়ের নামটা বোধ হয় অন্তত আমার পর্যবেক্ষণে বিষয়বস্তুর তুলনায় একটু বেখাপ্পা ঠেকেছে।
June 28, 2022
লেখকের জীবনী
ডা. শামসুল আরেফীন (Dr. Shamsul Arafin)
বাংলাদেশের জনগণের বেশিরভাগই ইসলাম ধর্মে বিশ্বাসী, আর সংখ্যাগরিষ্ঠ এই মুসলিম জনগোষ্ঠীর নিজেদের ধর্মের বিভিন্ন বিষয়ে সম্যক জ্ঞান অর্জনের জন্য প্রয়োজন হয় নানাবিধ পড়াশোনার। আর বিস্তৃত এই পড়াশোনার সুযোগ করে দিতে ইসলামের বিভিন্ন বিষয় সম্পর্কে গবেষণা ও আলোচনা নিয়ে এবং বিভিন্ন ইসলামি আদর্শ ও মতবাদমূলক বই রচনা করে সম্প্রতি আলোচনায় এসেছেন ডা. শামসুল আরেফীন। পেশাগত জীবনে তিনি একজন সরকারি চাকরিজীবী হলেও একজন মুসলমান হিসেবে ইসলামি আদর্শে বলীয়ান হয়ে তিনি রচনা করেছেন বেশ কিছু ইসলাম সম্পর্কিত বই, যেগুলোর কোনোটি রচিত হয়েছে গল্পের আকারে, আবার কোনোটি রচিত হয়েছে প্রবন্ধ হিসেবে। ইসলাম বিষয়ক এই লেখক জন্মগ্রহণ করেন ১৯৮৯ সালে। সাদামাটাভাবে জীবন পার করা শামসুল আরেফীন শিক্ষাজীবন অতিবাহিত করেছেন ক্যাডেট কলেজে। ঝিনাইদহ ক্যাডেট কলেজ থেকে তিনি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশ করেন। এরপর ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ থেকে তিনি এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। ডা. শামসুল আরেফীন এর বই এদেশীয় মুসলমানদের মাঝে লাভ করেছে ব্যাপক জনপ্রিয়তা। ডা. শামসুল আরেফীন এর বই সমূহ-তে ইসলামি মতবাদ ও আদর্শ প্রকাশের পাশাপাশি ইসলামের বিভিন্ন বিষয়ের যৌক্তিক ব্যাখ্যা দেয়ার চেষ্টা করা হয়েছে, এবং ইসলামের বিরুদ্ধে আসা বিভিন্ন প্রশ্নের জবাব দেয়ার চেষ্টা করা হয়েছে। এছাড়াও সমাজের বিভিন্ন বিষয়ের ইসলামি ব্যাখ্যা ও ইসলামি উপায়ে চলার ব্যক্তিগত ও পারিবারিক বিধানও উঠে এসেছে তাঁর বইগুলোতে। ডা. শামসুল আরেফীন এর বই সমগ্র এর মাঝে 'কষ্টিপাথর', 'ডাবল স্ট্যান্ডার্ড', 'মানসাঙ্ক' ইত্যাদি অন্যতম। মানুষকে দিনের শেষে সৃষ্টিকর্তার দেয়া সমাধানের পথেই ফিরে আসতে হবে- এ কথাই ফুটে ওঠে তার রচিত বইগুলোতে।