লেখকেরর কথা
প্রিয় পাঠক আমি পেশায় একজন চিকিৎসক।লেখাপড়ার উদ্দেশ্যে রাশিয়ার সেন্ট পিটারবাগে সাতটি বছর কাটিয়ে দিলেও আমার মন পড়েছিল আউল বাউল এই লালনের দেশে।আমি বৃহত্তর যশোরের ঝিনেদা জেলার কালিগঞ্জ থানায় জন্মগ্রহণ করেছি।বাউল সম্রাট লালন, পাগলা কানাই, বিজয় সরকার,ডাক্তার লুৎফর রহমান, মাইকেল মধুসূদন দত্ত,এস এম সুলতান সহ অসংখ্য জ্ঞানীগুণী মানুষের পথচলা ও জন্ম এই মাটিতে।জন্মগতভাবেই শিল্প সাহিত্যের প্রতিসেই ছোটবেলা থেকেই আগ্রহ। পৃথিবীর বিখ্যাত মাইকেল জ্যাকসন, ম্যাডোনা,জেনিফার লোপেজ,রিকি মার্টিন সহ বিজাতীয় ভাষার বিভিন্ন শিল্পীদের গান শুনেছি। কিন্তু তাতে আমার একটুও মন ভরেনি মন ভরেছে সেই পল্লীগীতি,ভাওয়াইয়া ভাটিয়ালি,বাউল ও কবিয়ালি গানেই। স্কুল কলেজ থেকেই গান কবিতা,লেখার প্রতি আগ্রহ। আমার প্রথম গীতা রচনার বই "দিওয়ানে দয়াল" পাঠকের সামনে তুলে ধরার আমার এই ক্ষুদ্র প্রয়াস।আমি একজন অতি ক্ষুদ্র ও নগণ্য মানুষ,আমার লেখায় ভুলত্রুটি থাকতে পারে।নিজ গুনে ক্ষমা করে দিবেন। আমি আপনাদের ভালবাসার কাঙ্গাল,আমাকে ভালোবাসা থেকে বঞ্চিত করবেন না।আপনাদের ভালোবাসায় মধ্যেই বেঁচে থাকতে চাই। আমার এই লেখা যদি আপনাদের আনন্দ দিতে পারে,একটু ভালো লেগে থাকে তবে আমার এই চেষ্টা সফল হবে। আপনাদের ভালোবাসা ও আশীর্বাদ পেলে সামনের দিকে আরো এগিয়ে যেতে সাহস যোগাবে।সবাইকে অসংখ্য ধন্যবাদ।
মো. মাসুদুক হক এর দিওয়ানে দয়াল এখন পাচ্ছেন বইফেরীতে মাত্র 216.00 টাকায়। এছাড়া বইটির ইবুক ভার্শন পড়তে পারবেন বইফেরীতে। deewane doyal by Md. Maksudul Haqueis now available in boiferry for only 216.00 TK. You can also read the e-book version of this book in boiferry.