আর দশটা সাধারণ দিনের মতনই শুরু হয়েছিল সেই দিনটা। শিকাগোর এক স্থানীয় পাবে বন্ধুর সংবর্ধনা অনুষ্ঠান শেষে বাড়ি ফিরছিল জ্যাসন ডেসেন, যেখানে তার জন্যে পথ চেয়ে বসে আছে স্ত্রী ড্যানিয়েলা আর সন্তান চার্লি। কিন্তু তার আর ফেরা হয়ে ওঠে না। বদলে যায় তার চেনা-পরিচিত সবকিছু।
"তুমি কি তোমার জীবন নিয়ে খুশি?"
এক অচেনা অপহারণকারীর হাতে জ্ঞান হারাবার আগে এই কথাটাই শুনতে পায় জ্যাসন। জ্ঞান ফেরার পর নিজেকে সে আবিষ্কার করে এক ল্যাবরেটরিতে, গার্নির সাথে হাত-পা বাঁধা অবস্থায়। তাকে ঘিরে রেখেছে হাজমাত স্যুট পরিহিত অপরিচিত কয়েকজন মানুষ। তাদেরই একজন হাসিমুখে জ্যাসনের উদ্দেশ্যে বলে- “তোমাকে ফিরে পেয়ে ভালো লাগছে”।
জ্যাসন আবিষ্কার করে যে এই জগতে তার জীবন সম্পূর্ণ আলাদা। কখনো বিয়ে করেনি। চার্লির জন্মই হয়নি। সবচেয়ে বড় কথা, এখানে সাধারণ একজন পদার্থবিজ্ঞানের অধ্যাপক নয় সে; বরং একজন বিখ্যাত বৈজ্ঞানিক যে কিনা এমন কিছু আবিষ্কার করেছে যা আগের জীবনে অসম্ভব বলে মনে হয়েছিল তার কাছে।
তাহলে কি এই জগতটা ভ্রম? নাকি এতদিন ভ্রমের জগতে বসবাস শেষে আসল জগতে ফিরে এসেছে সে?
আর যদি আগের জগতটাই সত্য হয়, তাহলে বাড়িতে আপনজনদের কাছে ফিরবে কি করে সে? এর জবাব নিহিত আছে এক কঠিন যাত্রায়, যেখানে নিজের সবচেয়ে ভয়ংকর দিকগুলোর সম্মুখীন হতে হবে তাকে। নিজের মুখোমুখি কি হতে পারবে জ্যাসন?
ব্লেইক ক্রাউচ এর ডার্ক ম্যাটার এখন পাচ্ছেন বইফেরীতে মাত্র 400.00 টাকায়। এছাড়া বইটির ইবুক ভার্শন পড়তে পারবেন বইফেরীতে। Dark Matter by Blake Crouchis now available in boiferry for only 400.00 TK. You can also read the e-book version of this book in boiferry.