"কমপ্লিট এডোবি ইলাস্ট্রেটর" বইয়ের ফ্ল্যাপের অংশ থেকে নেয়া:
দাওয়াত খেতে গিয়ে দেখলেন- খুবই সুন্দর করে, রকমারী সব নামী দামী খাবারের ব্যবস্থা করা হয়েছে, কিন্তু পরিবেশনের কোন পাত্র নেই এবং ব্যবস্থাও নেই। একবার বুঝুন...... ব্যাপারটা। যদিও অনেকের ধারণা, Illustrator সফটওয়্যারটি তেমন গুরুত্বপূর্ণ নয়। আমি বলবাে যারা Vector এবং Raster গ্রাফিক্স সম্বন্ধে সামান্য ধারণাও রাখেন তাদের ক্ষেত্রে নতুন করে কিছু বলার নেই। সাধারণত যেকোন ইমেজ এডিট সফটওয়্যার দিয়ে কোন ইমেজকে এডিট করা বা ব্যাকগ্রাউন্ড তৈরী করার পর, Illustrator এ ইমপাের্ট করে প্রয়ােজনীয় Text, Logo ইত্যাদি সংযােজন করে আউটপুট দিতে হয়। অর্থাৎ illustrator এক্ষেত্রে পরিবেশনের দ্বায়িত্বটি পালন করে। সাধারণত গ্রাফিক্সের ক্ষেত্রে যেকোন ধরনের আউটপুট বা প্রিন্ট Illustrator থেকে করা হয়। Illustrator কে Print, Multimedia বা Online গ্রাফিক্সের ক্ষেত্রে ষ্ট্যান্ডার্ড ইলাষ্ট্রেশন প্রােগ্রাম বলা হয়। আর বরাবরের মতাে এবারেও বলবাে, আমি অতিরিক্ত আলােচনার বদলে ব্যবহারিক প্রয়ােগে বিশ্বাসী। সেই উদ্দেশ্যেই বইটি প্রােজেক্ট নির্ভর করে লেখা হয়েছে। সমস্ত চ্যাপটারের নির্ধারিত ফাইনাল প্রােজেক্টটি খুলে আগে দেখে নিন এবং পরে Root ইলটি খুলে Step by Step Instruction অনুসারে নিজেই প্রােজেক্টটি তৈরী করুন। মেনু এবং টুলবারের উপর গতানুগতিক আলােচনা বর্জন করেছি। অনেকটা প্রােজেক্ট করতে করতে সমস্ত মেনু এবং টুলবার শিখে ফেলার মত ব্যাপার।
বাপ্পি আশরাফ এর কমপ্লিট এডোবি ইলাস্ট্রেটর এখন পাচ্ছেন বইফেরীতে মাত্র 360.00 টাকায়। এছাড়া বইটির ইবুক ভার্শন পড়তে পারবেন বইফেরীতে। Complete Adobe Illustrator by Bappi Ashrafis now available in boiferry for only 360.00 TK. You can also read the e-book version of this book in boiferry.