পানপাতা থেকে পঙ্ক্তির
পানশালা
কিছু পানপাতা এনে রাখো অরণ্যপথে
হাওয়ার গাড়ি চড়ে আসবে যুবক সন্ধ্যা
তির্যক বানে যে পাহাড়ের গায়ে বয়েছিল নদী
তার জলে সিনান করবে সূর্যোদয়ের আলো
এই সন্ধ্যা-এই প্রভাত, অনাগত দিনের স্পন্দন
অরণ্যের সমস্ত সবুজে মিশে গেলে
পানপাতারা হাওয়ায় লিখে যাবে মহুয়ার গল্প
প্রেমলব্ধ হাতে তুলে নেবে ঝর্ণার পতন।
নীরবতা ভেদ করা দখিনে হাওয়া
বিচলিত ভালোবাসার চোখে রঙিন সানগস্নাস।
সংলাপগুলো প্রাণ পাবে পঙ্ক্তির পানশালায়,
ফটোসেশনে মেলে ধরে চিত্রের তুলি
সবুজের পাঠ শিখে নেবে বিবর্ণ শালিক,
পানের বরজে মেলে মগড়বতার চাদর
হাওয়ার পালকি চড়ে যেখানে আসে নিত্য
জীবনের সবুজ স্বপেড়বর প্রত্যাবর্তন ।
অসীম আচার্য্য এর চোখে তার দাঁড়কাক বেঁধেছে বাসা এখন পাচ্ছেন বইফেরীতে মাত্র 96.00 টাকায়। এছাড়া বইটির ইবুক ভার্শন পড়তে পারবেন বইফেরীতে। Chokhe Tar Darkak Bedheche Basha by Oseem Acharjois now available in boiferry for only 96.00 TK. You can also read the e-book version of this book in boiferry.