নতুন সংস্করণে রসায়ন-২য় পত্রে যেসব সংযোজন, পরিমার্জন, পরিবর্ধন ও সমন্বয় করা হয়েছে
► প্রতিটি অধ্যায়ের প্রতিটি বিষয়বস্তু সহজ ও সরল ভাষায় উপস্থাপন।
► বর্তমান সংস্করণের প্রতিটি অধ্যায়ে আরও অধিক হারে প্রয়োজনীয় বিষয়বস্তু সংযোজন এবং এগুলোর সহজ ভাষায় বর্ণনা।
► গাণিতিক বিষয়াবলি সহজবোধ্য করার লক্ষ্যে প্রতিটি অধ্যায়ে অধিক হারে সমাধানসহ উদাহরণ দেওয়া হয়েছে। যেমন:
১ম অধ্যায়ে-৭৬টি, ৩য় অধ্যায়ে- ৭৭টি এবং ৪র্থ অধ্যায়ে- ২৫টি। [২য় ও ৫ম অধ্যায়ে গাণিতিক নাই]
► বেশি করে গাণিতিক ও ব্যবহারিক অনুশীলনের জন্যে প্রতিটি অধ্যায়ে প্রচুর পরিমাণে অ্যাক্টিভিটি (কর্ম) দেওয়া হয়েছে।
► অনুশীলনীতে প্রদত্ত বহুনির্বাচনি প্রশ্ন ছাড়াও প্রতিটি অধ্যায়ের অভ্যন্তরে বিষয়বস্তু আলোচনার সাথে সাথে পৃষ্ঠায় পৃষ্ঠায় আলাদা বক্স করে প্রচুর গঈছ দেওয়া হয়েছে। যেমনÑ ১ম অধ্যায়ে-৪১টি, ২য় অধ্যায়ে-৩৮টি, ৩য় অধ্যায়ে-৩৪টি, ৪র্থ অধ্যায়ে- ২৮টি এবং ৫ম অধ্যায়ে-১৯টি। এগুলোর উত্তর অধ্যায়ের শেষে সারসংক্ষেপের পূর্বে দেওয়া হয়েছে।
► প্রতিটি অধ্যায়ের অনুশীলনীর শুরুতে বিভিন্ন বোর্ড পরীক্ষার প্রশ্নের আলোকে প্রচুর পরিমাণে জ্ঞানমূলক ও অনুধাবনমূলক প্রশ্ন আলাদাভাবে সংযোজন করা হয়েছে।
► প্রতিটি অধ্যায়ের অনুশীলনীতে অধিক হারে সংযোজিত সৃজনশীল প্রশ্ন ছাড়াও প্রচুর পরিমাণে বহুনির্বাচনি প্রশ্ন উত্তরসহ সংযোজন করা হয়েছে। যেমন: ১ম অধ্যায়ে- ২১২টি, ২য় অধ্যায়ে- ৪০০টি, ৩য় অধ্যায়ে-২১৯টি, ৪র্থ অধ্যায়ে-১৮৩টি এবং ৫ম অধ্যায়ে- ১৬৩টি।
► প্রতিটি অধ্যায়ের অনুশীলনীতে ২০১৫, ২০১৬ সালের প্রশ্ন ছাড়াও ২০১৭, ২০১৮ ও ২০১৯ সালের বোর্ড প্রশ্ন উত্তরসহ ধারাবাহিকভাবে অধ্যায় ভিত্তিক সংযোজন করা হয়েছে।
► দেশের ৮টি বোর্ড ও মাদ্রাসা বোর্ডসহ মেডিক্যাল, ইঞ্জিনিয়ারিং এবং বিশ^বিদ্যালয় ভর্তি পরীক্ষার রসায়ন অংশের প্রশ্নাবলি বইয়ের শেষে উত্তরসহ সংযোজন ছাড়াও অধ্যায়ভিত্তিক ভাগ করে প্রতিটি অধ্যায়ের অনুশীলনীর শেষেও উত্তরসহ সংযোজন করা হয়েছে।
এ ছাড়া বিগত বিভিন্ন সময়ে সম্মানিত অধ্যাপক ম-লির পরামর্শের আলোকে বিষয়বস্তুর প্রয়োজনীয় সংশোধন, সংযোজন ও পরিমার্জন করা হয়েছে।
“আপনার পছন্দের বই হোক ড. কবীর ও ড. রবিউল প্রণীত এ্যাবাকাস পাবলিকেশন্স-এর এই বইটি।’’
সুতরাং আপনার পছন্দের বই হোক ড. কবীর ও ড. রবিউল প্রণীত এ্যাবাকাস পাবলিকেশন্স-এর এই বইটি।
ড. গাজী মোঃ আহসানুল কবীর এর রসায়ন - দ্বিতায় পত্র (একাদশ-দ্বাদশ শ্রেণি) এখন পাচ্ছেন বইফেরীতে মাত্র 500 টাকায়। এছাড়া বইটির ইবুক ভার্শন পড়তে পারবেন বইফেরীতে। Chemistry 2nd Paper by Dr. Gazi Md. Ahsanul Kabiris now available in boiferry for only 500 TK. You can also read the e-book version of this book in boiferry.