নতুন শতাব্দীর নতুন কবিতার একেবারে পবিত্র এক আড়াল থেকে আজাদ আলাউদ্দিনের কবিতা হয়ে উঠতে চায় অন্য আর এক ব্যতিক্রম নতুন সংবেদ্য সৃষ্টি, যা প্রাকৃতিক, বিস্ময়কর ও দানবীয়। ব্যতিক্রম সব কাঁচা ভাব, আবেগ, অনুভব নিয়ে সুন্দর সংক্রামক ব্যাধির মতো কবিতায় তিনি সামগ্রিক সত্তায় হয়ে ওঠেন আগ্রাসী। তাঁর হাতে কবিতায় রূপ পায় নতুন চিন্তা, বোধ ও ভাষা। তিনি কবিতাকে শিল্পের সর্বোচ্চ মাত্রায় উত্তীর্ণ ক’রে তুলতে চান, দিতে চান ভিন্ন থেকে ভিন্নতর ব্যঞ্জনা, নতুন আস্বাদ। কবিতায় তাঁর এমনি এক আদিমতার সাধনা, মৃত্যু প্রতীকে অন্য এক প্রগাঢ় চেতনার জাগরণ। আমাদের প্রতিদিনের যে চেনা পৃথিবী, তার মানুষ, অপরাপর প্রাণী আর ব্যস্তব পৃথিবীর পারস্পরিক আন্তঃসম্পর্কের যে গোপন আলোড়ন নিরন্তর ঘটে চলেছে, সেসবের অন্য-এক ভাব, অনুভব, উপলব্ধি এবং প্রকাশজ্ঞানেই আজাদ আলাউদ্দিনের কবিতার প্রধান অভিজ্ঞান হয়ে উঠতে চায়। ছায়ায়, মৃতের দেয়ালে চিত্রলেখা, হাসো কবির আরেক নতুন কবিতাগ্রন্থ, যদিও তিনি বলেন, প্রথম; আবার প্রথমও নয়, বিগত আর সব গ্রন্থের বেলায় যেমন।
আজাদ আলাউদ্দিন এর ছায়ায়, মৃতের দেয়ালে- চিত্রলেখা, হাসো এখন পাচ্ছেন বইফেরীতে মাত্র 127.50 টাকায়। এছাড়া বইটির ইবুক ভার্শন পড়তে পারবেন বইফেরীতে। Chayaya mrtera ddeyale citralekha haso by Azad Alauddinis now available in boiferry for only 127.50 TK. You can also read the e-book version of this book in boiferry.