সমাজ ও জাতিকে ঘিরেই আবর্তিত হয় ইতিহাস। কোনো ব্যক্তি সেই ইতিহাসের গণ্ডিতে নতুন মাহাত্ম নিয়ে জন্মগ্রহণ করলে সেই জাতি প্রাপ্ত হয় অনন্য বৈশিষ্ট্য। সেই জাতির ইতিহাসের প্রস্ফুটিত বিশেষব্যক্তির সমস্ত গুণ জাতিকে দান করে শক্তি। ব্যক্তি ও জুতি পরিপূরক শক্তি হিসেবে ইতিহাসকে করে তোলে মহিমান্বিত। বঙ্গবন্ধু শেখ মুজিব তেমনি এক ব্যক্তিত্ব- যাকে বাদ দিয়ে বাঙালি জাতির ইতিহাস পরিপূর্ণতা লাভ করতে পারে না। এক মহান জাতিসত্তায় রূপান্তরিত হওয়ার প্রতিটি স্তর পার হতে হয়েছে বাঙালিকে শেখ মুজিবের অনন্য সাধারণ কর্মধারায় অভিষিক্ত হয়ে। সমাজ, পরিবেশ, ঐতিহ্য, সংস্কৃতি, মূল্যবোধ, জাগরণ, উত্থান অর্থাৎ কিনা ইতিহাসের ক্রমবিকাশের ধারা বিকশিত হয়েছে এই এক ব্যক্তির মননের বৈশিষ্ট্যে। বাঙালি হয়ে উঠেছে এক মহান জাতিসত্তার অধিকারী। এক করুণ ও নিষ্ঠুর মৃত্যু এসে তাকে গ্রাস করেছে, সেই মৃত্যু শোকের কাফনে ঢাকা অমরত্বের অমোঘ আধার। এ মৃত্যু তাঁকে জনগণের কাছ থেকে বিচ্ছিন্ন করতে পারেনি। ঘাতকের বুলেট কাপুরুষতার বর্মে আচ্ছাদিত হয়ে আঘাত করছে ঘাতককেই। কিন্তু মুজিব হয়ে আছেন চিরঞ্জীব। তার সারাজীবনের কর্মকাণ্ড, কার্যকরণ, সংগ্রাম, আপসহীনতা, মানুষের জন্য মমত্ববোধ, উপলব্ধির ক্ষমতা সমকালের ইতিহাসে- আগামী যুগের ইতিহাসে, সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপটে এক মহান দলিল। একাত্তরে মুক্তিযুদ্ধের ডাক দিয়েছিলেন তিনিই, চব্বিশ বছরের সংগ্রামের ক্রমপরিক্রমায়। তাঁর আবির্ভাব সংগ্রামের প্রেক্ষাপটে যে মুক্তিযুদ্ধ ও সংগ্রাম বাঙালির জীবনের সর্বশ্রেষ্ঠ অহঙ্কার। এ এক অবিস্মরণীয় স্বপ্ন-সাধনার ফল, যা প্রতিমুহূর্তে নাড়া দিয়ে যায় আমাদের চেতনাকে। বাঙালির জাগরণই ঘটেছে অর্ধ-শতাব্দীকালের মধ্যে, দ্বিজাতিতত্ত্বের ভিত্তিতে পাকিস্তান সৃষ্টির পরপরই পৃথক জাতিসত্তায় পরিচিতি লাভ করে বাঙালি। জাতি হিসেবে বাঙালি যখন রাজনৈতিক সঙ্কটে তখনই শেখ মুজিবের আবির্ভাব, তা ছিল উল্কার মতো বেগবান। আমাদের দুস্তর বন্ধুর পথে স্বকীয় আবিষ্কারে, জয়ে, পরাজয়ের গ্লানি ও বেদনায়, সফলতায় ও ব্যর্থতায় তিনিই ছিলেন একক সঙ্গী।
ড. আনু মাহ্মুদ এর বঙ্গবন্ধু জীবনালেখ্য এখন পাচ্ছেন বইফেরীতে মাত্র 1125.00 টাকায়। এছাড়া বইটির ইবুক ভার্শন পড়তে পারবেন বইফেরীতে। Bongbonhu-Jibonalekkho by Dr. Anu Mahmudis now available in boiferry for only 1125.00 TK. You can also read the e-book version of this book in boiferry.