বীরপুরুষ
জীবনের দহন, অন্তর্ঘাত, পরাজয়ে গ্লানিতে যথন ব্যর্থমনুষ;
তখন তােমার কাছে আসি, আঁচলে মুখ গুঁজে পেতে চাই দুফোটা শান্তি,
পুনর্বার পথ চলার চেতনা সঞ্চারিত করতে চাই, হে প্রতীতি
ভালােবেসে দাও প্রাণ, আমি আবার ফুটি, ফেলে পুরনাে কুরুষ।
এমনি জীবনের কত ব্যর্থতায় দিয়েছে চলার চেতনা;
এমনি প্রাণের বীণায় দিয়েছাে কত সুর আর গীতিময় ব্যঞ্জনা;
পৃথিবীর সকল মানুষের কাছে ফিরে এসে যখন আমি নিঃসঙ্গ ফতুর,
তুমি দিয়েছাে প্রেম, ভালােবাসার প্রবাল ঢল, সাহস, ভয়হীন মুত্যুর।
আমি আর কার কাছে যাই, কে আর জানে আমাকে,
আমার দুর্বলতা, সকল কবিতা আর অন্তর্গত সুন্দরের পাঠ
সবই তােমার জানা, কৈশােরের কিশলয়ের সেই বিস্তীর্ণ মাঠ;
সেই ধানক্ষেতের আল, সেই অবাধ সাঁতার নির্জন নদীর বাঁকে বাঁকে।
জীবনে হেরে যাই, সকল ব্যর্থতা ভর করে, আমি হই সম্বলহীন মানুষ;
তুমি তবু কাছে ডাকো, ভালােবাসাে, তােমার কাছে আমি এখনাে বীরপুরুষ।
শাফিক আফতাব এর ভালোবাসা কিংবদন্তির বিমূর্ত যাদুঘর এখন পাচ্ছেন বইফেরীতে মাত্র 119.00 টাকায়। এছাড়া বইটির ইবুক ভার্শন পড়তে পারবেন বইফেরীতে। Bhalobashar Kingbodontir Bimourto Jadughar by Shafiq Aftabis now available in boiferry for only 119.00 TK. You can also read the e-book version of this book in boiferry.