এই গ্রন্থে অত্যন্ত নির্মোহ দৃষ্টিতে বিগত প্রায় ষাট বছরের (১৯৫৪-২০১৪) জোট রাজনীতির গতিধারা বিশ্লেষণ করা হয়েছে। এটি করতে গিয়ে উল্লিখিত সময়ের সামগ্রিক রাজনৈতিক ও সাংবিধানিক ব্যবস্থাকে তুলে ধরা হয়েছে। এখানে উক্ত কালপর্বে গঠিত রাজনৈতিক জোটসমূহের প্রকৃতি ও কর্মসূচি বিশ্লেষণের পাশাপাশি রাজনীতিতে এসব জোটের ভূমিকা ও প্রভাব সম্পর্কে আলোকপাত করা হয়েছে। রাজনীতিবিদ, সচেতন পাঠক, রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র-শিক্ষক ও গবেষকদের প্রয়োজনীয় তথ্য যোগানের ক্ষেত্রে এ গ্রন্থ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমাদের বিশ্বাস। বাংলাদেশে জোট রাজনীতির চর্চা এবং বহুমাত্রিক অভিজ্ঞতা দীর্ঘদিনের হলেও বিষয়টি সেভাবে একাডেমিক গুরুত্ব পায় নি। ব্রিটিশ শাসনামলেই এতদাঞ্চলে রাজনৈতিক জোট গঠনের সূত্রপাত হয়। পরবর্তী সময়ে পাকিস্তান ও বাংলাদেশ আমলে জোট গঠনের মাধ্যমে নির্বাচনে অংশগ্রহণ, সরকারি ক্ষমতার চর্চা এবং সরকার বিরোধী রাজনীতি পরিচালনা মূল ধারার রাজনীতির অন্যতম অনুষঙ্গে পরিণত হয়েছে। অবশ্য জোট গঠনের ক্ষেত্রে নীতি ও আদর্শের বদলে অনেক ক্ষেত্রেই রাজনৈতিক সুবিধাবাদ ক্রিয়াশীল থেকেছে। বাংলাদেশের জোট রাজনীতি নিয়ে একটি পূর্ণাঙ্গ গবেষণার অভাব অনেকদিন ধরেই অনুভূত হচ্ছিল। বর্তমান গ্রন্থটি সেই অনুভূতিরই ফসল। এই গ্রন্থে অত্যন্ত নির্মোহ দৃষ্টিতে বিগত প্রায় ষাট বছরের (১৯৫৪-২০১৪) জোট রাজনীতির গতিধারা বিশ্লেষণ করা হয়েছে। এটি করতে গিয়ে উল্লিখিত সময়ের সামগ্রিক রাজনৈতিক ও সাংবিধানিক ব্যবস্থাকে তুলে ধরা হয়েছে। এখানে উক্ত কালপর্বে গঠিত রাজনৈতিক জোটসমূহের প্রকৃতি ও কর্মসূচি বিশ্লেষণের পাশাপাশি রাজনীতিতে এসব জোটের ভূমিকা ও প্রভাব সম্পর্কে আলোকপাত করা হয়েছে। রাজনীতিবিদ, সচেতন পাঠক, রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র-শিক্ষক ও গবেষকদের প্রয়োজনীয় তথ্য যোগানের ক্ষেত্রে এ গ্রন্থ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমাদের বিশ্বাস।
সাহাবুল হক এর বাংলাদেশের জোট রাজনীতি (১৯৫৪-২০১৪) এখন পাচ্ছেন বইফেরীতে মাত্র 297.50 টাকায়। এছাড়া বইটির ইবুক ভার্শন পড়তে পারবেন বইফেরীতে। bangladesher jot rajniti 1954 2014 by Shahabul Haqueis now available in boiferry for only 297.50 TK. You can also read the e-book version of this book in boiferry.