১৯৭১-এর ২৬ মার্চ মুক্তিযুদ্ধ শুরু হয় এবং একই বছর ১৬ ডিসেম্বর বাংলাদেশের বিজয় লাভের মধ্য দিয়ে এর পরিসমাপ্তি ঘটে। ১৯৭১-এর ২৫ মার্চের মধ্যরাতে পাকিস্তানি সৈন্যরা বাঙালি হত্যাযজ্ঞ শুরু করে। পাকিস্তানি সেনাবাহিনী এবং তেলিয়াপাড়ায় অবস্থিত দ্বিতীয় ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সদর দপ্তরে একত্রিত হন। ১০ এপ্রিল ১৯৭১, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাষ্ট্রপতি, সৈয়দ নজরুল ইসলামকে উপরাষ্ট্রপতি এবং তাজউদ্দীন আহমদকে প্রধানমন্ত্রী করে স্বাধীন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার গঠিত হয়। গঠিত হয় মুক্তিবাহিনী, ‘জেড ফোর্স’, ‘এস ফোর্স’, ‘কে ফোর্স’, নৌবাহিনী ইত্যাদি। ১৯৭১-এর নভেম্বরে মুক্তিবাহিনী ও ভারতীয় মিত্রবাহিনীর যৌথ কমান্ড গঠিত হয়। পরিশেষে আসে বিজয়। বাংলাদেশ: ১৯৭১’ গ্রন্থটির মূল উপজীব্য বাংলাদেশের ইতিহাস (এপ্রিল থেকে ডিসেম্বর ১৯৭১)। একদিকে পাকিস্তানের আগ্রাসন, আর অন্যদিকে মুক্তিরণ অভিযান ও রণাঙ্গন’-এর ধারাবাহিক ইতিহাস। একদিকে সুশৃঙ্খল ও রণকৌশলে বিশারদ, প্রশিক্ষণপ্রাপ্ত ও সর্বাধুনিক অস্ত্রশস্ত্রে সজ্জিত নিয়মতান্ত্রিক সুবদ্ধ পাকবাহিনী, আর অন্যদিকে হঠাৎ স্বয়ংক্রিয় অস্ত্রবিহীন এলোমেলোভাবে গড়ে ওঠা প্রশিক্ষণহীন একদল বাঙালি যুবক নিয়ে গঠিত প্রতিরোধ বাহিনী তথা মুক্তিবাহিনী । বিশ্লেষণ, পর্যালোচনা, গবেষণা-তথ্য ও সহজপাঠ্যের মাধ্যমে এই সময়ের ইতিহাস বর্ণিত হয়েছে ‘জয় বাংলা ও বাংলাদেশ’, ‘বিশ্ববাসী ও বিশ্বশক্তি’ ও চূড়ান্ত অভিযান, বিজয়’ শিরোনামে। স্থান-কাল-দেশের পরিপ্রেক্ষিতে, আব্দুর রউফ চৌধুরীর সমকালীন ইতিহাসের ঐতিহাসিক বিশ্লেষণ, পর্যালোচনা ও গবেষণার ক্ষেত্রে তাঁর পারঙ্গমতা প্রশ্নাতীত। তাঁর অভিজ্ঞতা, সংস্কার-রুচিপ্রবণতা, তথ্য সংগ্রহ ও বিচার-বিশ্লেষণ-ব্যাখ্যা বাংলাদেশ: ১৯৭১’ গ্রন্থটির মূল্য ও মর্যাদাকে অন্যস্তরে উন্নীত করেছে। আর তাই এই গ্রন্থে ঐতিহাসিক মূল্যায়ন হয়ে ওঠেনি কোনো বিতর্কিত অপব্যাখ্যা। এখানেই বাংলাদেশ: ১৯৭১’ গ্রন্থের অভিনবত্ব ও শ্রেষ্ঠত্ব।
আব্দুর রউফ চৌধুরী এর বাংলাদেশ : ১৯৭১ এখন পাচ্ছেন বইফেরীতে মাত্র 680.00 টাকায়। এছাড়া বইটির ইবুক ভার্শন পড়তে পারবেন বইফেরীতে। Bangladesh 1971 by Abdur Rouf Choudhuryis now available in boiferry for only 680.00 TK. You can also read the e-book version of this book in boiferry.