ফ্ল্যাপে লিখা কথা
বাঙলাদেশে, সাহিত্য ও সংস্কৃতির জগৎ-এর প্রধান ব্যক্তিদের মধ্যে ড. আহমদ শরীফ-ই সম্ভবত একমাত্র ব্যাক্তি যিনি সকলের কাছে প্রিয় হওয়ার দুর্বলতাকে ঘৃণাভরে প্রত্যাখান করেছিলেন।পণ্ডিত ও বয়ষ্ক বিদ্রোহী ড. আহমদ শরীফ চট্টগ্রামের পটিয়ার সুচক্রদণ্ডী গ্রামে ১৩ ফেব্রুয়ারি ১৯২১ সনে জন্মগ্রহণ করেছিলেন এবং ২৪ ফেব্রুয়ারি ১৯৯৯ সনে ঢাকায় প্রয়াত হন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৪৪ সনে বাঙলা সাহিত্যে স্নাতকোত্তর ও ১৯৬৭ সনে পি. এইচ. ডি ডিগ্রি অর্জন করেছিলেন। কলেজে অধ্যাপনার (১৯৪৫-৪৯) মধ্য দিয়ে পেশাগত জীবন শুরু। পরে একবছরের কিছু বেশি সময় রেডিও পাকিস্তানের ঢাকা কেন্দ্রে অনুষ্ঠান সহকারী হিসেবে থাকার পর ১৯৫০-এর শেষের দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাঙলা বিভাগে যোগ দিয়ে একটানা ৩৪ বছর অধ্যাপনা করেন ১৯৮৩ সনে অধ্যাপক হিসেবে অবসর গ্রহণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে দীর্ঘ অধ্যাপনা জীবনে তিনি বাঙলা বিভাগের চেয়ারম্যানসহ সিন্ডিকেট সদস্য, সিনেট সদস্য, বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি, শিক্ষকদের ক্লাসের সভাপতি ও কলা অনুষদের তিনবার নির্বাচিত ডিন ছিলেন। সেই সাথে,“ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ ১৯৭৩” প্রণয়ন ও বাস্তবায়নের অন্যতম রূপকার ছিলেন। পরবর্তীতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাঙলা বিভাগের প্রথম “কাজী নজরুল ইসলাম অধ্যাপক“ পদে ১৯৮৪-৮৬ পর্যন্ত নিয়োগপ্রাপ্ত হয়েছিলেন।ভাববাদ, মানবতাবাদ ও মার্কসবাদের যৌগিক সমন্বয় প্রতিফলিত হয়েছিল তাঁর চিন্তা-চেতনা, ধ্যান-ধারণা, আচার-আচরণে, বক্তব্যে ও লেখনীতে। তাঁর রচিত একশতের অধিক গ্রন্থের প্রবন্ধে তিনি অত্যন্ত জোরালো যুক্তি দিয়ে প্রচলিত সমাজ ব্যাবস্থা, বিশ্বাস ও সংস্কার পরিত্যাগ করেছিলেন এবং আন্তরিকভাবে আশা পোষণ করেছিলেন সমাজতান্ত্রিক সমাজ ব্যবস্থার জন্য। পঞ্চাশ দশক থেকে নব্বই দশকের শেষ অবধি সমাজ, সাহিত্য, সংস্কৃতি, রাজনীতি, দর্শন, ইতিহাসসহ অনেক বই।
ভূমিকা
দেশকাল
*বাঙালীর ইতিহাস সন্ধানে
*বাঙলা ও বাঙালী
*বাঙালীর নৃতাত্ত্বিক পরিচয়
*বাঙালী সত্তার স্বরূপ সন্ধানে
*বাঙালীর সংস্কৃতি
*বাঙালীর সংস্কৃতির উৎস ও ভিত্তি
*বাঙালীর মৌলধর্ম
*বাঙালীর মনন-বৈশিষ্ট্য
*ইতিহাসের ধারায় বাঙালী
* বাঙলার গতর-খাটা মানুষর ইতিকথা
*বাঙলার রাজনীতিক ইতিহাস
*ইতিহাসের ধারায় বাঙলা ও বাঙালী
* কোম্পানি আমলে ও ভিক্টোরিয়া শাসনে বাঙালী
*বাঙালী হিন্দুর সুবিধা ও সমস্যা
*আঠারো-উনিশ শতকের বাঙলা ও বাঙালী সম্বন্ধে*দু-একটি ধারণার পুনর্বিবেচনা
*ইতিহাসের দর্পণে দুই শতকের বাঙালী
*উনিশ শতকের বাঙলার জাগরণের স্বরূপ
*বাঙালী সত্তার বিলোপ প্রয়াসে ১৯০৫ সনের ষড়যন্ত্র
*বাঙলার বিপ্লবী পটভূমি
*ব্রিটিশ আমল
*বাঙালী-বাঙলাদেশী
*ভবিষ্যতের বাঙলা
*সহায়ক গ্রন্থপঞ্জি
*আহমদ শরীফ : গ্রন্থতালিকা
আহমদ শরীফ এর বাঙলা বাঙালী বাঙালীত্ব এখন পাচ্ছেন বইফেরীতে মাত্র 220.00 টাকায়। এছাড়া বইটির ইবুক ভার্শন পড়তে পারবেন বইফেরীতে। Bangla Bangali Banglitwo by Ahmed Sharifis now available in boiferry for only 220.00 TK. You can also read the e-book version of this book in boiferry.