“বঙ্গবন্ধুর কিশোর জীবন" বইটির ফ্ল্যাপ এর লেখাঃ
বঙ্গবন্ধু শুধু একজন ব্যক্তি-মানুষ নন—তিনি একটি দেশ এবং সমগ্র জাতিসত্তার মূর্ত প্রতীক। অনন্ত-বিস্তৃত আকাশের মতাে উঁচু যাঁর ব্যক্তিত্ব, এবং চারপাশের শ্যামলিমার মতাে স্নিগ্ধ যার হৃদয়, তার কথা সকলের জানা উচিত। এই লক্ষ্যকে সামনে রেখে ছােটদের উপযােগী করে বঙ্গবন্ধুর কৈশােরের জীবনকথা বলার এ প্রচেষ্টা। বলা প্রয়ােজন যে, এই বইয়ে বঙ্গবন্ধুর কিশাের-জীবন প্রাধান্য পেলেও তার পুরাে রাজনৈতিক জীবনের গুরুত্বপূর্ণ কিছু ঘটনার বর্ণনা স্বাভাবিকভাবেই এসে গেছে। তবে অন্য বইগুলাের মতাে শুধু তাঁর জীবনের ঘটনাপঞ্জিগুলাের সাদামাটা বর্ণনা দিয়ে শেষ করিনি। তাঁর জীবন এবং ব্যক্তিত্বের প্রসঙ্গগুলােকে নানাভাবে দেখাবার চেষ্টা করা হয়েছে। যতটা সম্ভব তা যাতে ছােটরা সহজে বুঝতে পারে। সেদিকেও খেয়াল রাখা হয়েছে। আমার মনে হয়, এখানেই অন্য লেখাগুলাের সঙ্গে এই বইয়ের কিছুটা হলেও ভিন্নতা আছে। এটাই এই বইয়ের বৈশিষ্ট্যও বটে।
মিলন নাথ এর বঙ্গবন্ধুর কিশোর জীবন এখন পাচ্ছেন বইফেরীতে মাত্র 106.25 টাকায়। এছাড়া বইটির ইবুক ভার্শন পড়তে পারবেন বইফেরীতে। bangabandhur kishor jeebon by Milan Nathis now available in boiferry for only 106.25 TK. You can also read the e-book version of this book in boiferry.