মক্কা-মদিনার সেই ঐতিহাসিক সফরে যে আসমানি স্বাদ লেখিকা পেয়েছেন, তার সুন্দর ও সুখময় অনুভূতিগুলো ভাগাভাগি করার জন্যই লেখিকা এই সফরটিকে উপস্থাপন করার ক্ষুদ্র প্রচেষ্টা চালিয়েছেন তিনি। বাইতুল্লাহ, মসজিদে নববি, উহুদ, বদরসহ হিজায-ভূমিতে অবস্থিত ইসলামের সব ঐতিহাসিক ও বরকতপূর্ণ স্থানসমূহে যাওয়া, সেখানে ইবাদত করে আল্লাহ আর তাঁর রাসুলের প্রেমে ডুব দেওয়ার যে তীব্র বাসনা এবং দীর্ঘ অপেক্ষার পর প্রাপ্তিতে যে ভাবাবেগ, তার পূর্ণ চিত্রায়ন ফুটিয়ে তোলা হয়েছে বইটিতে। প্রতিটি বাক্যে প্রকাশিত ভাব ও অনুভূতি যেন লেখক তার হৃদয়কে শত টুকরা করে বইয়ের পাতায় পাতায় ছড়িয়ে দিয়েছেন। কলম ও কলবের মিশেলে মনের সুপ্ত সব ভাবাবেগ নিরাকার থেকে যেন মূর্তিমান হয়ে উঠেছে।
পাশাপাশি সহিহ-শুদ্ধভাবে হজ ও উমরা করার নিয়ম-কানুনও তুলে ধরার চেষ্টা করা হয়েছে। সেইসাথে মা-বোনদের জন্য হজের মহিলা-সংক্রান্ত হুকুম-আহকাম ও উল্লেখ করেছি। মা-বোনেরা এই বইটিকে হজের সফর গাইড হিসেবেও সাথে নিতে পারবেন। এতে আরো রয়েছে কুরআন-হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ সুন্দর কিছু দুআ, যা হিজাজের ভূমিতে সফরকালীন আপনাদের কাজে লাগতে পারে।
উস্তাযা উম্মে সায়েমা তাযকিয়া এর বাইতুল্লাহ : প্রস্তুতি, বিধান ও সফরনামা এখন পাচ্ছেন বইফেরীতে মাত্র 260.00 টাকায়। এছাড়া বইটির ইবুক ভার্শন পড়তে পারবেন বইফেরীতে। Baitullah: Prostoti, Bidhan O Sofornama by Ustaya umme sayma tayakiyais now available in boiferry for only 260.00 TK. You can also read the e-book version of this book in boiferry.