"আল্লাহর উপর তাওয়াক্কুল" বইয়ের সংক্ষিপ্ত কথা:
হুনাইনের যুদ্ধের কথা মনে আছে? সামান্য সময়ের জন্যে সাহাবারা সংখ্যাধিক্যের দিকে ঝুঁকে পড়েছিলেন। মনে মনে ভেবেছিলেন, বিজয় তো এবার সুনিশ্চিত। কিন্তু আল্লাহ তাআলা তাঁদের এই ধারণাকে মিথ্যে প্রমাণ করে দেন। কুফফাররা তাঁদের ওপর এমন আক্রমণ শুরু করে যে, তাঁরা পিছু হটতে বাধ্য হন। কিন্তু একটা সময় যখন তাঁরা নিজেদের ভুল বুঝতে পারেন, তখন শত্রুরা ময়দান ছেড়ে পালাতে বাধ্য হয়। যতক্ষণ পর্যন্ত সাহাবাদের অন্তর ঝুঁকেছিলো মাখলুকের শক্তির ওপর, ততক্ষণ তাঁরা ময়দানে টিকতে পারেননি। কিন্তু যখন তাঁরা নির্ভর করেছিলেন আল্লাহর সাহায্যের ওপর, তখন শত্রুরা ময়দানে টিকতে পারেনি। আল্লাহ তাআলা বলেন, "অবশ্যই আল্লাহ তোমাদের সাহায্য করেছেন বহু জায়গায় এবং হুনাইনের দিনেও। যখন তোমাদের সংখ্যাধিক্য তোমাদের উৎফুল্ল করেছিলো, অথচ তা তোমাদের কোনো কাজেই আসেনি। আর যমীন প্রশস্ত হওয়া সত্ত্বেও তা তোমাদের ওপর সংকীর্ণ হয়ে গিয়েছিলো। অতঃপর তোমরা পৃষ্ঠ প্রদর্শন করে পালিয়েছিলে।" [সূরা আত-তাওবাহ ৯ : ২৫] . তাই ভরসা করতে হবে একমাত্র আল্লাহর ওপর। আল্লাহর শক্তি, দয়া ও রহমতের ওপর। কেননা তাঁর সাহায্য ছাড়া কোনো কাজই সফল হতে পারে না। তার ওপর নির্ভর করা ছাড়া মুমিনরা কখনও বিজয়ের স্বপ্ন দেখতে পারে না। ফিরতে হবে তারদিকে৷ আল্লাহ তাআলা বলেন, "তুমি ভরসা কোরো সেই চিরঞ্জীব সত্তার ওপর, যিনি কখনও মৃত্যুবরণ করবেন না। [সূরা ফুরকান, ২৫ : ৫৮] . যে আল্লাহর ওপর তাওয়াক্কুল করবে, আল্লাহ তাআলা তাকে বিজয়ী করবেন৷ তাকে সেভাবেই গায়েব থেকে সাহায্য করবেন, যেভাবে তিনি তাঁর অন্যান্য সৃষ্টিদের করে থাকেন। রাসূল স. বলেন, "তোমরা যদি সঠিকভাবে আল্লাহর ওপর তাওয়াক্কুল করতে, তাহলে তিনি তোমাদের সেভাবে জীবনোপকরণ দিতেন, যেভাবে তিনি পাখিদের জীবনোপকরণ দিয়ে থাকেন। তারা সকালবেলা ক্ষুধার্ত অবস্থায় বেরিয়ে যায়, আর সন্ধ্যায় ফিরে আসে ভরা-পেটে!" [আল্লাহর উপর তাওয়াক্কুল, হাদীস : ১] . আল্লাহর ওপর তাওয়াক্কুল করা নিয়ে আমাদের সালাফরা স্বতন্ত্র অনেক কিতাব লিখেছেন। ইমাম ইবনু আবিদ দুনইয়া রাহিমাহুল্লাহ তাঁদের মধ্যে অন্যতম। আলহামদুলিল্লাহ, তাওয়াক্কুলের ওপর তাঁর লিখিত পুস্তিকাটি আমরা বাংলায় অনুবাদ করতে পেরেছি। আরবি থেকে এটি অনুবাদ করেছেন উস্তাদ জিয়াউর রহমান মুন্সী। নিঃসন্দেহে পুস্তিকাটি বাংলা ভাষায় এক অনন্য সংযোজন। যারা তাওয়াক্কুলের অন্তর্নিহিত তাৎপর্য জানতে চান, তাওয়াক্কুল সম্বলিত হাদীস, সালাফদের বাণী একত্রে পড়তে চান, বইটি হতে পারে তাদের জন্যে উত্তম সহায়ক।
জিয়াউর রহমান মুন্সী এর আল্লাহর উপর তাওয়াক্কুল এখন পাচ্ছেন বইফেরীতে মাত্র 51.59 টাকায়। এছাড়া বইটির ইবুক ভার্শন পড়তে পারবেন বইফেরীতে। Allahor Upor Tawakkul by Jiaor Rahman Munshiis now available in boiferry for only 51.59 TK. You can also read the e-book version of this book in boiferry.