"আহমদ শরীফ রচনাবলী ৩" বইটির ভূমিকা থেকে নেয়াঃ
তৃতীয় খণ্ডটি তিনটি গুরুত্বপূর্ণ গ্রন্থের সংকলন। এগুলাে হল, বাঙালী ও বাঙলা সাহিত্য প্রথম খণ্ড (১৯৭৮), মধ্যযুগে বাঙলা সাহিত্য (১৯৮৫), এবং কালের দর্পণে স্বদেশ (১৯৮৫)। বাঙালী ও বাঙলা সাহিত্য আহমদ শরীফের সবচেয়ে প্রশংসনীয় ও সুখ্যাত রচনা। মধ্যযুগে, সম্প্রদায় নির্বিশেষে বাঙালী জনগােষ্ঠীর সাহিত্যসৃষ্টির সকল ধারার একটি অনুপম দলিল এটি; তত্ত্ব ও তথ্যে ভরপুর, গভীর বিশ্লেষণে সমৃদ্ধ এবং সম্পূর্ণ অনাচ্ছন্ন ও সমন্বয়ী বিবেচনাজাত। প্রথম খণ্ডে চৈতন্যের ভাববিপ্লবপূর্ব সাহিত্য-ইতিহাস বর্ণিত। মধ্যযুগে বাঙালি মুসলমানের সাহিত্যাবদানেরও পূর্ণ চিত্র এই বইতে লব্ধ। নিঃসন্দেহে, বাঙালী ও বাঙলা সাহিত্য বাংলা সাহিত্যের ইতিহাস গ্রন্থগুলাের মধ্যে খুবই উল্লেখযােগ্য একটি রচনা। অন্যদিকে, মধ্যযুগে বাঙলা সাহিত্য গ্রন্থটি ডক্টর আহমদ শরীফের সাহিত্য-ইতিহাস রচনার প্রথম প্রয়াস, প্রথমে এর নাম ছিল বাঙলা ভাষা ও সাহিত্যের খসড়াচিত্র'। তবে বইটি নিঃসন্দেহে একটি বিশিষ্ট রচনা, কেননা এতে মধ্যযুগের বাংলা সাহিত্যের যাবতীয় দিক ছােট পরিসরে সুন্দরভাবে সজ্জিত হয়েছে। ডক্টর শরীফ প্রশংসিত এই জন্য যে সব তথ্য বিবরণকে দারুণ সংযম ও সংক্ষিপ্তিতে আবদ্ধ করার নৈপুণ্য তিনি দেখিয়েছেন। মধ্যযুগে বাঙলা সাহিত্যও ডক্টর আহমদ শরীফের একটি উল্লেখযােগ্য রচনাকর্ম। কালের দর্পণে স্বদেশ সাহিত্যের ইতিহাস গ্রন্থ না হলেও এর ভাবপ্রত্যয় গ্রন্থভুক্ত অন্য দুটি রচনার সঙ্গে সম্পৃক্ত।
আহমদ কবির এর আহমদ শরীফ রচনাবলী ৩ এখন পাচ্ছেন বইফেরীতে মাত্র 1020.00 টাকায়। এছাড়া বইটির ইবুক ভার্শন পড়তে পারবেন বইফেরীতে। Ahmed Sarif Rochonaboli 3 by Ahmed Kobiris now available in boiferry for only 1020.00 TK. You can also read the e-book version of this book in boiferry.