অরণি খামটা হাতে নিল। লার্জ সাইজের একটা খাম। একবার নাড়া দিল। ভেতরে কাগজ মনে হচ্ছে তবে নাড়া দিলেই কী যেন একটা নড়ছে। খামের মুখটা ছিঁড়ে ফেলল ও। ভেতর থেকে বেরিয়ে এলো একটা কুরিয়ারের প্যাকেট। বেশ নামকরা একটা আন্তর্জাতিক কুরিয়ার সংস্থার প্যাকেট। মুখটা বন্ধ। ওপরে ওর নাম আর ঠিকানার জায়গায় ওদের ক্যার্লিফোনিয়ার ঠিকানা লেখা। আর প্রেরকের জায়গার ওর মায়ের নাম, ঠিকানা আর ই-মেইল অ্যাড্রেস। ও খামের মুখটা খুলে ভেতরে হাত দিল। একটা ডায়েরি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডায়েরি, সাল লেখা ১৯৭১। সাথে একটা সাদাকালো পাথরের ঘোড়ার ছবি। ছবিটা দেখেই বোঝা যায় অনেক পুরোনো, দুমড়ে মুচড়ে গিয়েছিল। চাপ দিয়ে সোজা করা হয়েছে। ছবির উপরে কিছু একটা লেখা ছিল পড়া যায় না।, ঝাপসা হয়ে গেছে। ছবিটাতে কয়েক ফোঁটা রক্তের দাগও দেখতে পেল। ছবিটা উল্টাতে দেখল পেছনে পেন্সিল দিয়ে কী যেন লেখা। লেখাটা পড়তে যাবে খামের ভেতর থেকে টুং করে একটা কয়েন মাটিতে পড়ে গড়িয়ে গেল।
রবিন জামান খান এর ২৫ শে মার্চ এখন পাচ্ছেন বইফেরীতে মাত্র 390.00 টাকায়। এছাড়া বইটির ইবুক ভার্শন পড়তে পারবেন বইফেরীতে। 25 Se Mmarch by Robin Zaman Khanis now available in boiferry for only 390.00 TK. You can also read the e-book version of this book in boiferry.