Loading...
জিনিয়া জেনিস
লেখকের জীবনী
জিনিয়া জেনিস (Zinnia Jenis)

গল্পের ভেতর আমরা জীবনকে দেখতে পাই; কিংবা গল্পকে জীবনের আয়না বললেও ভুল হবে না৷ আমাদের জীবনের প্রতিটি মুহূর্তে নানা রঙের অনুভূতি মিশে থাকে। কখনো সে অনুভূতি আমাদের মুখে হাসি ফোটায়। কখনো সে অনুভূতিতে নয়নে অশ্রু জমে। অনুভূতির সেই সার্বজনীন ভাষাকে একজন লেখক পাঠকের কাছে উপস্থাপন করেন তার ব্যক্তিগত দর্শন, অভিমত এবং অনুভবের মধ্য দিয়ে। জিনিয়া জেনিস যতটুকু না লেখিকা, তারচাইতে পাঠিকা হিসেবে নিজেকে পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। তার গল্প উপন্যাস পড়ার প্রতি আগ্রহ ছোটবেলা থেকেই৷ লেখালিখি নিয়ে তার বিশেষ কোনো পরিকল্পনা ছিল না। বলা যায় পড়তে পড়তে একসময় বিভিন্ন অনলাইন প্লাটফর্মে লেখালিখি চর্চা শুরু করেন তিনি। কয়েকটি গল্প সংকলনে তার লেখা ছোটগল্প এবং কবিতা প্রকাশ পায়। এরপর ২০২২ সালে তার একক গল্প সংকলন প্রকাশিত হয় পেন্সিল পাবলিকেশনস থেকে। এবার ছোট গল্প পেরিয়ে লিপস্টিক উপন্যাসটি তার প্রথম প্রচেষ্টা।

জিনিয়া জেনিস এর বইসমূহ