Loading...
জাকিয়া রহমান
লেখকের জীবনী
জাকিয়া রহমান (Zakia Rahman)

প্রযুক্তির জগতে ডক্টর ইসমেত জাকিয়া রহমান নামে পরিচিত। বর্তমানে আয়ারল্যান্ডের লিমেরিক বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের ইমেরিটাস অ্যাকাডেমিক ফ্যাকাল্টি। জন্ম ১৯৫০ সালে। পদার্থবিদ্যায় মূল শিক্ষা রাজশাহী এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গ্রহণ করেন। ১৯৮৩ সালে যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব সাউথাম্পটন থেকে ডক্টরেট ডিগ্রি অর্জন করেন। একজন অভিজ্ঞ বিজ্ঞানী হিসেবে তিনি সর্বমহলে পরিচিত হলেও প্রকৃতি প্রেমিক, পরিবেশবাদী ও সমাজ সেবক। তার সখের মধ্যে রয়েছে লেখালেখি, বাগান করা, উদ্ভিদ চর্চা, ছবি তোলা এবং চিত্রাংকন। বাল্যকাল থেকেই তিনি গল্প, ছড়া, কবিতা এবং বিভিন্ন বিষয়ে প্রবন্ধ লিখতেন । সে সব লেখা বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত হয়েছে। কর্মজীবনে পেশাগত ব্যস্ততায় প্রায় চল্লিশ বছর লেখালেখি এবং চিত্রাংকন বর্জন করেছিলেন। ছাত্রজীবনে কিছু সাহিত্য পত্রিকা ও কর্মজীবনে বৈজ্ঞানিক পুস্তক ও জার্নাল সম্পাদনা চর্চায় লিপ্ত ছিলেন। বর্তমানে তিনি বিভিন্ন অনলাইন গ্রুপ ও সংবাদপত্র, সম্পাদিত পুস্তক ও পত্রিকায় লিখে চলেছেন।